খুদে টিয়া আই লাভ ইউ বলে চুমু খাচ্ছে ,ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা!

চারিদিকে এখন একটাই আতঙ্ক..করোনা ভাইরাস। মানুষ নিজের মতো করে সতর্ক হচ্ছে। কিন্তু এই ভয়'ঙ্কর ভাইরাসের খবর নেই পশু পাখিদের জগতে।

তারা নিজের ছন্দেই জীবন যাপন করছে। মানুষের জীবনযাত্রা নিয়ে তাদের আগ্রহ না থাকলেও পশুপাখিদের জীবনযাত্রা নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই।

তাদের কীর্তি কলাপ হামেশাই ভাইরাল হয়। বর্তমানে অনেকেই ট‍্যালেন্ট প্রদর্শনের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে কিন্তু এই ট‍্যালেন্টের ভীড়ে নাম যোগ হচ্ছে পশুপাখিদেরও।

সাধারনত পশুপাখিদের ভাষা আমর'া বুঝতে পারিনা কারন তাদের নিজস্ব ভাষা রয়েছে। নিজেদের মধ‍্যে তারা ভাব বিনিময় করতে পারে।

কিন্তু ব‍্যতিক্রম টিয়া, ময়না এই পাখিগু'লি। একমাত্র তারাই মানুষের ভাষা র'প্ত করতে পারে ও মানুষের ভাষা নকল করতে পারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক টিয়া পাখির ভিডিও ভাইরাল হয়েছে। সেই টিয়া পাখির কান্ড দেখে চক্ষুচড়কগাছ সকলের।

Interesting For You

টিয়া মনুষ্য ভাষা র'প্ত করতে পারে বলে সকলের পছন্দের সে, কিন্তু এই টিয়ার একবারে স্প'ষ্ট উচ্চারণ দেখে ভিমড়ি খেয়েছেন দর্শকরা।

ভিডিওতে দেখা যাচ্ছে এক টিয়া তার মহিলা মালকিনের কাঁধে বসে আছে আর মালকিনের উদ্দেশ্যে বেবি বেবি বলছে।

ভিডিওর মাঝেই সে মালকিনকে তিনবার আই লাভ ইউ বলে উঠেছে। সাধারনত সবুজ টিয়া দেখেই আমর'া অভ‍্যস্ত কিন্তু

ভিডিওর টিয়াটির শরীর আকাশি রঙের। এই টিয়াটির ভিডিও মাতিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়া।

লন্ডনে থাকা এই ছোট্ট টিয়াটির কান্ড দেখে হেসেই অ'স্থির নেটিজেনরা। মালকিনের সঙ্গে টিয়ার ভালোবাসা খু'নসুটি মন জয় করে নিয়েছে সকলের‌।


মালকিনও তার পোষ‍্য টিয়াকে ভালোবেসে ‘প্রিটি বয়’ বলে অ'ভিহিত করেছেন। মালকিনের সঙ্গে টিয়ার এমন সুন্দর মুহুর্ত মন ছুঁয়ে নিয়েছে।