
জলে কুমীর ডাঙায় বাঘ-এই দুই যদি সামনে ভুল করেও আসে তাহলে ভগবানের নাম নিতে হয়।
কুমীরের সাইজ ও ক্ষিপ্ততা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এর দাতের শক্তিতে বড়ো বড়ো প্রানীরাও ঘায়েল হয়। কুমীর সামনে এলে তাকে দেখে সকলে আঁতকে উঠবে এটাই স্বাভাবিক।
কিন্তু এবার ঘটলো উল্টোপুরান। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয়। প্রতিদিন নানান রকম ঘটনার সমাহার দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। আর তার মধ্যে এমন সব ঘটনাও উঠে আসে যা দেখলে তাজ্জব হয়ে যেতে হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক জলাশয়ের ধারে ঘুরতে গেছেন এক মহিলা।
হঠাৎই তার দিকে ধেয়ে আসতে থাকে একটি কুমির। কিন্তু কুমীর দেখে যা হওয়ার কথা ছিল তা হলো না। বরং হলো তার উল্টো।
মহিলাটি কুমীর দেখে ভয় তো পেলেনই না বরং কুমীরকে এগিয়ে আসতে দেখে পায়ের চটি খুলে তেড়ে গেলেন তার দিকে।
কুমীর তো নয় যেন পাড়ার কুকুর। চটি দিয়েই তাড়ালেন কুমীর। এইদিকে চটির তাড়া খেতেই ভয়েই অস্থির কুমীরছানা।
ডাঙায় আসা তো দূরের কথা মহিলার তাড়া খেয়ে ইউ টার্ন নিয়ে পালালো সে।
ভিডিওটি সামনে আসতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী এই ভিডিওটি অস্ট্রেলিয়ার কাকাড়ু ন্যাশনাল পার্কের।
Everyone knows what it means when mom takes the shoe off. ???? pic.twitter.com/CXD94m6PVz
— Fred Schultz (@fred035schultz) November 9, 2021
ভিডিওটি আদতে 2016র, তবে ফের নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটি।