
সোশ্যাল মিডিয়া মানেই প্রতিদিন কিছু না কিছু ভাইরাল হচ্ছেই। কয়েক বছর আগেও অবধি ও এই শব্দটা মানুষের কাছে এতটা জানা ছিল না। কিন্তু এখন ভাইরাল মানেই সবার একটা দেখা বা জানার অত্যন্ত প্রবল ইচ্ছা। নানা রকম কাণ্ডে ভরে থাকছে সোশ্যাল মিডিয়া।
আগে একটা সময় ছিল যখন মানুষজন দেশের প্রতিদিনের খবর পাওয়ার জন্য নির্ভরশীল ছিল টিভির ওপরে। কিন্তু এখন ইন্টারনেটের দৌলতে সব খবরই এখন আমা'দের হাতের মুঠোয়।
বাড়িতে বসে মোবাইল ফোনেই দেখতে পাই আমা'র সেসব । ইন্টারনেট এখন যেনো মানুষের সমস্ত ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করছে।
মোবাইল খুললেই যেন একটা অন্য পৃথিবী। কখনো কোন বয়স্ক মহিলার অ'সাধারন নাচের ভিডিও আবার কখনো কোন শিশুর রান্না করার ভিডিও ভাইরাল হচ্ছে। তবে শুধু মানুষ নয় সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল গরু, কুকুর থেকে শুরু করে বিড়াল, ইঁদুর সবাই ভাইরাল হয়েছে। তবে এই সব প্রাণীর তালিকা সা'প ও থাকে।
সা'প নাম শুনলেই আমা'দের প্রায় সকলের পিলে চমকে ওঠে সে বি'ষয়ে কোনো সন্দে'হ নেই। কিন্তু সা'পও বিপদ না বুঝলে কাউকে আ'ক্রমণ করে না। সা'পের গায়ে কোন রকম আঘা'ত লাগলে বা সে যদি বিপদ অনুভব করে তবেই দংশন করতে যায়। সা'পু'ড়ে ছাড়া সা'পকে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে বোধহয় পৃথিবীতে।
সাধারণত বনে জঙ্গলেই এদের দেখা যায় বেশি। তবে সমস্ত সা'পের মধ্যে, কিং কোবরা ধ’রা কোনও সময়ই সহজ নয়। এই সা'প যেমন বি'ষধর, তেমনই ধূর্ত। সামনাসামনি ছেড়েই দিন, ভিডিয়োতে কত বড় কিং কোবরা এভাবে ধ’রা পড়তে দেখেছেন? তাও কার্যত খালি হাতে! এমনই একটি ভিডিয়ো সামনে এল সম্প্রতি।
তাইল্যান্ডে তোলা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি নালা থেকে প্রায় চার মিটার লম্বা একটি কিং কোবরাকে ধরছেন কয়েকজন। তার ভিডিয়ো ও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়েছে। সেরকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। রাজা কোবরাকে হামা'দ্রিয়াদও বলা হয়। সরীসৃপটি রাজা কোবরা নামে একই নামের জিনের অন্তর্ভুক্ত, এএসপি পরিবারের প্রতিনিধি হয়ে।
এই পরিবারটি অত্যন্ত বিস্তৃত এবং অত্যন্ত বি'ষাক্ত, এর মধ্যে রয়েছে 61 জেনেরা এবং 347 প্রজাতির সা'প প্রাণী snake সম্ভবত রাজা কোবরা হ’ল সমস্ত বি'ষাক্ত সা'পের মধ্যে বৃ'হত্তম। এর দৈর্ঘ্য সাড়ে পাঁচ মিটারেরও বেশি 'হতে পারে, তবে এই জাতীয় নমুনাগু'লি খুব বিরল, গড়ে সা'পের দৈর্ঘ্য 3 – 4 মিটার। জায়গাটা হল ফিলিপাইন।
সেখানে এক মিলিটারি এক বিশাল কোবরা সা'প কে ধ’রার চে'ষ্টা করছেন এমনটাই দেখা যাচ্ছে ভিডিওতে। যদিও সা'প ধরতে গিয়ে আর একটু হলেই তাঁর প্রাণ নিয়ে টানাটানি হচ্ছিল।তবে শেষপর্যন্ত কোনওক্রমে তিনি সা'পটিকে ধরে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, উ'দ্ধারকারি দলের কয়েকজন কিং কোবরাটিকে ধ’রার চে'ষ্টা করছেন।
তাঁদের মধ্যে একজন একটি নালার ভিতরে সেটিকে দেখতে পেয়ে লেজ ধরে টেনে আনার চে'ষ্টা করছেন। কিন্তু হাত ফস্কে সেটি আরও ভিতরে চেলে যায়।
তিনিও সা'পটির পিছু নিয়ে নালার ভিতরে ঢুকে পড়েন। উল্টো দিকেও অ’পেক্ষা করছিলেন উ'দ্ধারকারিরা। এবার সা'পটিকে ধরে ফেলেন তাঁরা।