
আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মাম'লায় দুই দফায় ৬ দিনের রি'মান্ড শেষে আজ আবারও ঢাকা মহানগর হাকিম আ'দালতে হাজির করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আ'দালতে হাজির করে পু'লিশ। এ সময় তাকে রাখা হয় আ'দালতের হাজতখানায়। হাজতখানার ভারপ্রা'প্ত কর্মকর্তা পু'লিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বি'ষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত মঙ্গলবার (১০ আগস্ট) ৪ দিনের রি'মান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আ'দালতে হাজির করা হয়। এরপর তার বিরু'দ্ধে মা'দক নিয়ন্ত্রণ আইনের মাম'লার সুষ্ঠু তদ'ন্তের জন্য পাঁচদিনের রি'মান্ড আবেদন করেন মাম'লার তদ'ন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বা'স তার দুদিনের রি'মান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আ'দালতে হাজির করে পু'লিশ। এরপর মাম'লার সুষ্ঠু তদ'ন্তের জন্য তাদের সাতদিন করে রি'মান্ডে নিতে আবেদন করেন মাম'লার তদ'ন্তকারী কর্মকর্তা বনানী থা'নার পরিদর্শক (তদ'ন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের ৪ দিন করে রি'মান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বুধবার 'বিকেলে পরীমণির বনানীর বাসায় অ'ভিযান চালিয়ে আট'ক করে র্যাব'।