
যুক্তরাজ্যের প্লাইমাউথে ব'ন্দুকধারীর হাম'লায় শিশুসহ অন্তত ৫ জন নি'হত হয়েছেন। গু'লিবি'দ্ধ হয়ে মা'রা গেছে সন্দেভাজন হাম'লাকারীও। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পু'লিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পু’রুষ ও সন্দে'হভাজন হাম'লাকারী মা'রা গেছে। ব'ন্দুকের গু'লি বা এ সম্পর্কিত জ'খম থেকে সবার মৃ'ত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, নি'হত একজনের বয়স ১০ বছরের কম। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এক বিবৃতিতে ডেভন অ্যান্ড কর্নওয়াল পু'লিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুই নারী ও তিন পু’রুষের মৃ'ত্যু হয়েছে। আরেক নারী হাসপাতালে নেয়ার পর মা'রা গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদ'ন্ত করা হচ্ছে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত বলে মনে করছে না পু'লিশ। ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও শেয়ার করতে নিষে'ধ করেছে কর্তৃপক্ষ।
প্লাইমাউথ মুর ভিউ সংসদ সদস্য জনি মা'র্সার বলেছেন, এলোপাতাড়ি গু'লির এ ঘটনা কোনো স'ন্ত্রাসী কাণ্ড নয়।
যুক্তরাজ্যে এ ধরনের নির্বিচার গু'লির ঘটনা একেবারেই বিরল। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, দেশটিতে গত ১১ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল।
আল জাজিরার তথ্যমতে, ১৯৯৬ সালে স্কটিশ শহর ডুনব্লেনে লাইসেন্সধারী এক ব্যক্তি একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গু'লি চালায়। এতে নি'হত হন অন্তত ১৭ জন। এর পরপরই ব'ন্দুক সম্পর্কিত আইন আরও কঠিন করে ব্রিটিশ কর্তৃপক্ষ।