বদ মেজাজি তরুণী দোকানিকে মারধর কচুরির সঙ্গে পেঁয়াজ না মেলায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নানান রকমের ভিডিও ভাইরাল হয়, এসব ভিডিওগুলি কখনো হয় মজার আবার কখনো হয় চমকপ্রদক তবে সামান্য কারণে কচুরি বিক্রেতার সাথে বচসায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক তরুণী।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই তরুণী কচুরি খাওয়ার সময় দোকানদারের সাথবচসায় জড়ান এর পরেই রণচণ্ডীর মূর্তি ধারণ করে ওই তরুণী কচুরি বিক্রেতা সাইকেলে লাথি মেরে জিনিসপত্র ফেলে দেয় সে।

একটি পার্কের মধ্যে এই কাণ্ডকারখানা ঘটিয়ে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছে ওই তরুণী। ভিডিওটি বাইরাল হতেই ওই তরুণীকে তীব্র নিন্দা জানিয়েছে সোশ্যাল মিডিয়াবাসীরা।

পাশাপাশি দোকানদারের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন নেটিজেনরা।

ভাইরাল ভিডিওটিতে যে ঘটনা উঠে এসেছে তা অনুযায়ী কচুরি খাওয়ার সময় ওই তরুণী দোকানদারের কাছে পেঁয়াজ চেয়ে ছিলেন।

Interesting For You

পেঁয়াজ ফুরিয়ে যাওয়ার কারণে দোকানদার তা দিতে পারেনি। পিয়াজ না পেয়ে মেজাজ হারানো ওই তরুণী। দোকানদারের সাথে জুড়ে দেন বচসা। উত্তেজনার বশে কিছু আপত্তিকর শব্দও ব্যবহার করেন ওই তরুণী।

গোলমাল থেকে পার্কে থাকা অন্যান্য লোকজন জড়ো হয়ে যায় সেই স্থানে। তরুণীকে তারা শান্ত করানোর চেষ্টা করলেও কোন কাজ হয়না বরং সেই সমস্ত লোকদেরকেও রেয়াত দেননি ওই তরুণী।

লোকজনরা তরুণীকে দোকানদারের দাম মিটিয়ে দেওয়ার কথা বললে আরো তেলেবেগুনে জ্বলে ওঠে সে। দোকানদারের সাইকেলের লাথি মেরে ফেলে দেয় এরপর সাইকেলের রাখা দোকানদারের জিনিসপত্র মাটিতে পড়ে যায়।

এরপরেও শান্ত হয় না তরুনীর মেজাজ। ব্যক্তি ওই ঘটনার ভিডিও তুলতে লাগলে তার সঙ্গেও বচসায় জড়ান ওই তরুণী।

এরপর দোকানদার ওই তরুণ এর কাছ থেকে তার ক্ষতিপূরণের দাবি জানালে তরুণী দোকানদারকে থাপ্পর কষিয়ে দেন। আশেপাশের লোকজনের সঙ্গে ও তার কথা কাটাকাটি লেগে যায়।


লোকজন তাকে শান্ত হতে বললেও কিছুতেই থামেননা ওই তরুণী। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলেই তরুণীর আচরণের নিন্দা করেছেন।