
বাংলাদেশের সুপারস্টার হিরো আলম জানালেন তার ছায়াছবিতে গান গাইতে চলেছেন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন রানু মন্ডল।
বৃহস্পতিবার এই বি'ষয়ে রানু মন্ডল এর সাথে হিরো আলমের চূড়ান্ত কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশী তারকা।
হিরো আলম জানিয়েছেন, রানু মন্ডলের সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছে। হিরো আলমের দুটি ছায়াছবিতে গান গাইবেন রানু মন্ডল।
আশা করি দর্শকদের গানগু'লি ভালো লাগবে। এই ছবিটির প্রযোজনার দায়িত্বে হিরো আলম নিজেই থাকছেন। এর আগে সংগীতপরিচালক হিমেশ রেশমিয়ার সহযোগিতায় বলিউডের
হ্যাপি হার্ডি অ্যান্ড হির ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে আ'ত্মপ্রকাশ ঘটে রানু মন্ডল এর। তবে দীর্ঘদিন লাইম'লাইট থেকে দূরে ছিলেন রানু মন্ডল।
বৃহস্পতিবার রানু মন্ডলের সঙ্গে হিরো আলমের ভিডিও কলিং রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম। বাংলাদেশের ছায়াছবিতে রানু মন্ডলের গান গাওয়ার কথা শুনে ওপার বাংলায় রীতিমতন কোলাহল তৈরি হয়েছে।
ফেসবুকে একটি ভাইরাল ভিডিও দ্বারা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন রানু মন্ডল। রানাঘাট স্টেশনে বসে গান গাইতেন যেই রানু সে রাতারাতি পৌঁছায় যায় বলিউডে। নিজের কণ্ঠের জাদুতে ডাক পায় বলিউড থেকে। তবে যেই ভাবে রাতারাতি উত্থান ঘটেছিল সেই ভাবে আবারো
অন্তরালে চলে গিয়েছিলেন তিনি, তবে আবারও নতুন করে চর্চায় উঠে এসেছে রানাঘাটের রানু মন্ডল।