
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক তরুণী সা'পকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন!
এই ভিডিওটি দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ হয়েছে নেটিজেনদের। যদিও সা'পটি তরুণীর পোষ্য তবুও ভিভিওটি দেখে নেটিজেনরা শিহরিত হয়েছে।
সা'প ভালবাসেন এমন মানুষের কথা মাঝেমধ্যেই শোনা যায়। সম্প্রতি তেমনই একটি সা'প প্রেমী যুবতীর ভিডিও ভাইরাল হয়েছে।
সা'প এক বি'ষধর প্রাণী। তাই পোষ্য হিসেবে বাড়িতে সা'প রাখার কথা অনেকেই ভাবতেও পারেননা। তবে জানেন কি এমন অনেক মানুষ রয়েছে যারা বাড়িতে সা'প রাখতে ভালোবাসেন৷ এই ধরনের মানুষের সংখ্যা কম হলেও এমন কয়েকজন মানুষ এই পৃথিবীতে রয়েছে।
এমন অনেক প্রজাতির সা'প রয়েছে যেগু'লিকে পোষ মানানোর সম্ভব। যেমন Boidae, Pythonidae এবং Colubridae।
স্বল্প দৈর্ঘ্যের ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে তরুনীর ঘাড় বেয়ে যাচ্ছে সা'পটি। তরুনীর হাতের ওপর এই বিশ্রাম নিচ্ছে সেটি। ক্যামেরায় তোলা ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পৃথিবীতে প্রায় 2800 প্রজাতির সা'প আছে। আর এই সা'প গু'লির মধ্যে কিছুটা যেমন বি'ষধর আবার অনেকের বি'ষ নেই।
তবে সাধারণতঃ মানুষ পোষ্য হিসাবে কুকুর-বেড়ালকেই বাড়িতে পুষতে চায়।
কেউ সা'প পোষার কথা খুব কম মানুষই ভাবেন ৷ এই তরুণী কিন্তু ওই অল্প সংখ্যকদের তালিকাতেই পড়েন৷