বৃদ্ধের দুঃসাহসী রাস্তায় দ্রুত গতিতে ছুটন্ত বাইকে অসাধারন স্টান্ট, নেট মাধ্যমে ভাইরাল ভিডিও

ভাইরালের ভীড়ে বাইকারদের কঠিন কঠিন স্টান্টবাজি নতুন নয়‌। কৌশল করে ব্যালেন্স বজায় রেখে বাইক নিয়ে নানান স্টান্ট সামনে আসে। আবার সিনেমা পর্দায়ও বাইক স্টান্ট দেখানো হয় যা আমা'দের অবাক করে।

বিশেষ করে সাহসী পদ'ক্ষেপের মাধ্যমে খুব সহজেই মানুষের নজর কাড়া যায় তাই অনেকেই এমন কিছু করে দেখাচ্ছেন যা দেখে চক্ষু চড়কগাছ করে দিচ্ছে নেটিজেনদের।

আর শেয়ার লাইকের মধ্য দিয়ে তা নিমেষের মধ্যে ভাইরাল হচ্ছে।
সোশ্যাল মিডিয়ার মানেই প্রতিনিয়ত কিছু না কিছু ভাইরাল হচ্ছে।

কেউ নাচ-গান করে ভাইরাল হচ্ছেন তো কেউ নানা রকম সাহসী পদ'ক্ষেপ করে ভাইরালের তালিকায় নাম লেখাচ্ছেন।

হুইলি, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের লাফ দেওয়া এই ধরনের স্টান্টগু'লি শিহরিত করে। তবে এইবার যে ঘটনাটি ঘটেছে তা দেখলে চক্ষু চড়কগাছ হবেই।

Interesting For You

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে এক বাইক ছুটে যাচ্ছে। তবে বাইকের মধ্যে চালক নেই অর্থাৎ চালকের আসনে কেউ বসে নেই।

ওই বাইকে রয়েছে কেবলই এক আরোহী। সে কখনো বাইকে দাঁড়িয়ে রয়েছেন কখনো বাইকে শুয়ে রয়েছেন। দেখলে মনে হবে সামনে বসে হয়তো অদৃশ্য কোনো এক শক্তি বাইক চালাচ্ছে আর একজন পিছনে বসে আছেন।

আদবে বি'ষয়টি হলো বাইকের চালক আর আরোহী একই ব্যক্তি। বাইকের পিছনের সিটে বসে, শুয়ে দিব‍্যি হ‍্যান্ডেলে

বা ক্লাচে হাত ছাড়াই ভারসাম্য বজায় রেখে বাইক চালিয়েছেন। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন।