ছোট হাঁস কোবরার সাথে প্রাণপন লড়াই করে সন্তানদের বাঁচাল, নেটদুনিয়ায় ভাইরাল।

এই যুগের অন্যতম যোগাযোগ সূত্র সোশ্যাল মিডিয়া। হলসম্প্রদায় ভিত্তিক তথ্য, প্রতিক্রিয়া, লিখিত উপকরণ ভাগ করে নেওয়ার এবং সহযোগিতার জন্য উত্সর্গীকৃত অনলাইন যোগাযোগ চ্যানেলগু'লির সম'ষ্টি।

এই মহামা'রী মতো সময় সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন চলছে এই সময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও চাহিদা অনেক বেশি। আর এখন মানুষ নিজেকে ব্যস্ত রাখতে চায় এই সোশ্যাল মিডিয়া জগৎ এ।

আর গৃহবন্দী থাকার ফলে এখন মানুষ অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে । এর ফলে এসব পোস্টগু'লি ভাইরাল হয় সেগু'লি থেকে বেশ খানিকটা ইনকাম শুরু হয়।

অনেক মানুষ এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ইনকাম করছেন। যেসব মানুষ তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায়নি তারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টি বেছে নিয়ে তাদের প্রতিভা দেখাচ্ছে এবং তাদের প্রতিভার মর'্যাদা অনুসারে একটি নির্দি'ষ্ট ইনকাম করছে।

সোশ্যাল মিডিয়ায় ক্রিয়া-কলাপ বিভিন্ন মানুষের ভাইরাল হওয়ার পাশাপাশি পশুপাখি এবং বিভিন্ন ধরনের প্রাণীদের ভিডিও ভাইরাল হয়।

বিশেষত সা'পের ভিডিও এক আলাদা জায়গা তৈরি করে নিয়েছে মানুষের মনে। সা'পের সাথে হাঁস এর তুমুল লড়াই। সম্পূর্ণ ঘটনার সাক্ষী থাকলো নেট দুনিয়ার দর্শকরা।

Interesting For You

এখানে আমর'া যে ভিডিওটি দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে। একটি বড় মোটা আকৃতির সা'প হাঁসের দেওয়া ডিমগু'লি খেতে যাচ্ছে।

তার ফলে মা হয় সেটি দেখে সা'পটির উপর আ'ক্রমণ করতে শুরু করে। আর তারপর শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। সা'পটি বারবার ফনা তুলে হাঁসটির দিকে আ'ক্রমণ করতে আসছে।

সর্বশেষ দেখা যায় হাঁসটি সা'পটি সাথে না পেরে দূরে সরে যায় এবং ওই ডিমগু'লো সা'পটি জড়িয়ে তার লেজ এর মধ্যে আট'কে দেয়।

এই ভিডিওটি ইউটিউবে রয়েছে, Snake Hunter নামক ইউটিউব চ্যানেলেটিতে পোস্ট করা আছে। ভিডিওটি ইউটিউবে চলতি বছরে প্রায় চার মাস আগে ছাড়া হয়েছে।


১৬ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করে দেখেছেন ও বহু মানুষ লাইক করেছেন। অনেক দর্শক কমেন্ট করে তাদের মতামত প্রকাশ করেছেন। আপনারা গিয়ে এই ভিডিওটি দেখতে পারেন।