
বর্তমানে আধুনিক যুগে অন্যতম প্ল্যাটফর্ম বলতে সাধারণত মানুষ সোশ্যাল মিডিয়া কেই বুঝি। এই সোশ্যাল মিডিয়া আমা'দের বিভিন্ন বিনোদন নাচ, গান, খেলাধুলা, সিনেমা, খবরা-খবর আ'দান-প্রদান করতে খুবই কার্যকরী এবং অল্প সময় সীমা মধ্যেই ব্যবহৃত সহজ মাধ্যম হলো এই সোশ্যাল মিডিয়া।
এই মহামা'রী মতো সময় সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন চলছে এই সময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও চাহিদা অনেক বেশি। আর এখন মানুষ নিজেকে ব্যস্ত রাখতে চায় এই সোশ্যাল মিডিয়া জগৎ এ।
আর গৃহবন্দী থাকার ফলে এখন মানুষ অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এর ফলে এসব পোস্টগু'লি ভাইরাল হয় সেগু'লি থেকে বেশ খানিকটা ইনকাম শুরু হয়।
অনেক মানুষ এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ইনকাম করছেন। আর যেসব মানুষ তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায়নি তারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টি বেছে নিয়ে তাদের প্রতিভা দেখাচ্ছে এবং তাদের প্রতিভার মর'্যাদা অনুসারে একটি নির্দি'ষ্ট ইনকাম করছে।
আর এবার রে'ড কোবরা সা'পের ঘরের ভিতরে ঢুকে হাঁসের বাচ্চার খাবার ভিডিও ভাইরাল। তাও আবার একটি মোটা বড় লাল রঙের কোবরা সা'প। এই ঘটনাটি ইন্ডিয়ার বাইরে।
আমর'া সবাই জানি একটি কোবরা সা'প কতটা ভ'য়'ঙ্কর ক্ষ'তি করতে পারে একটা মানুষের।কোবরা শব্দটি পর্তুগিজ, যেটি সা'পকে বোঝানো হয়।
এটি এলাপিডি পরিবারের, সাধারণত নাজা গণের বি'ষধর অনেক সা'প যাদের ফণা থাকে, যেমন গোখরা, কেউটে, মিশরীয় কোবরা, চীনা কোবরা ই'ত্যাদি।
জীববিদ্যাগতভাবে কোবরা নয় কিন্তু ইংরাজি নামের মধ্যে কোবরা এসে গেছে এমন কিছু সা'প আছে যেমন কিং কোবরা বা শঙ্খচূড়। এই ভিডিওতেযে কোবরা সা'প দিয়ে দেখানো হয়েছে সেটি ভারতীয় কোবরা সা'প।
বৈজ্ঞানিক নাম নাজা নাজা, ইংরাজী নাম ইণ্ডিয়ান কোবরা। অন্য নাম স্পেক্টাকল্ড কোবরা, এশিয়ান কোবরা বা বাইনোসেলেট কোবরা। বাংলাদেশের স্থানীয় নাম খড়মপায়া বা খইয়া (খৈয়া) গোখরা।
এই সা'পটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বি'ষধর সা'প। এই প্রজাতির সা'প বৃহৎ নাজা গনের অর্ন্তভুক্ত এবং সা'পে কা'টার সংখ্যা বিচারে এটি অন্যতম একটি সা'প।
ইংরেজি কোবরার বাংলা আক্ষরিক অর্থ হল কেউটে বা গোখরা। প্রকৃত পক্ষে কোবরা হল নাজা নামক বিস্তৃত ও বৃহৎ সর্প গণ/মহাজাতি । এই গণে সকল প্রজাতির কোবরাকে অর্ন্তভুক্ত করা হয়।
কোবরা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশ ছাড়াও মিশর, আরব, দক্ষিণ আফ্রিকা, বার্মা, চীন ই'ত্যাদি দেশ ও অঞ্চলে দেখা যায়।
অনেকে ভুলবশত গোখরা, কেউটে বলতে শুধুমাত্র স্পেকটাকলড কোবরা বা মনোকল্ড কোবরাকে বুঝে থাকে। এটি আসলে একটি বৃহৎ সর্পগোষ্ঠির সাধারণ নাম।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে সা'পটি আস্তে আস্তে ওই হাঁসের বাচ্চা গু'লোর দিকে এগোচ্ছে এবং খাসির বাচ্চা গু'লিকে তার মা আগলে রেখেছে একটি কনের গর্তের ভিতর।
যার চারি পাচ্ছিল ইট দিয়ে ঘেরা। সা'পটি বারবার ফনা তোলে এবং ওই বাচ্চাগু'লি কে ভ'য় দেখাতে শুরু করে।আর আস্তে আস্তে সা'পটি ওই বাচ্চাগু'লি এবং হাসির উপর উঠে বসে পড়ে।
তারপর সা'পটি বাচ্চাগু'লি কি আস্তে আস্তে তার আয়ত্তের মধ্যে নিয়ে এসে বডি চারপাশে ঘিরে নেয়। এই ভিডিওটি ইউটিউবে রয়েছে। nurhidayat hby নামক ইউটিউব চ্যানেলে এটি রয়েছে।
৬ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটিকে দেখেছেন ও বহু মানুষ এই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন। আপনারা গিয়ে ভিডিওটি দেখতে পারেন।