গ্রামের যুবতী মেয়ে মাটির বাড়ির সামনে দুর্দান্ত নাচল , তুমুল ভাইরাল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে না দেখা জিনিস বলতে কিছুই নেই। কোনও মানুষের যদি মন খারাপ হয় তাহলে সে যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এক নিমেষে তার মন হয়ে যেতে পারে ভালো।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে এমন সমস্ত জিনিস দিনরাত ঘোরাফেরা করে, যা দেখে মানুষের ক্লান্তি থেকে মন খারাপ সবকিছুই নিমেষে দুর হয়ে যেতে পারে।

ইন্টারনেট জগতে খুব তাড়াতাড়ি যে কোনও জিনিস ভাইরাল হয়ে ওঠে। লাইক, কমেন্ট এবং শেয়ারের ওপর নির্ভর করে কোনো ছবি কিংবা ভিডিওর জনপ্রিয়তা।

“সুন্দরী কম'লা” গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিল এক যুবতী। তবে উষা উত্থুপের গাওয়া “সুন্দরী কম'লা” গান নয়। এটি হলো জিৎ গাঙ্গু'লির গাওয়া একটি গান। “বচ্চন” সিনেমা'র গান এটি।

সিনেমাটিতে অ'ভিনয় করেছিলেন জিৎ এবং ঐন্দ্রিতা রায়। ২০১৪ সালে মুক্তিপ্রা'প্ত এই সিনেমাটি রাজা চন্দ্রের পরিচালনায় পরিচালিত। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং

গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এর যৌ'থ প্রযোজনায় নির্মিত সিনেমাটি। ওই সিনেমা'র জনপ্রিয় একটি গান হল “সুন্দরী কম'লা”। বর্তমানে টেলিভিশনের দুনিয়া নানারকম রিয়েলিটি শো এর জমজমাট।

কিন্তু এই রিয়েলিটি শোগু'লিতে সুযোগ পাওয়া সহজ নয়। প্রতিযোগীদের প্রচুর বাছাই পর্বের মধ্যে দিয়ে যেতে হয় তারপরে নির্বাচিত হলে তবেই সুযোগ পাওয়া যায়।

Interesting For You

প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের জন্য রিয়েলিটি শো এর মঞ্চে অংশগ্রহণ করা শুধুই একটি স্বপ্ন মাত্র। সুযোগ সুবিধার অভাবে তারা সব সময় জায়গা করে নিতে পারে না রিয়েলিটি শোয়ের মঞ্চে।

সাম্প্রতিক এক প্রত্যন্ত অঞ্চলের কন্যা তার কুড়ে ঘরের সামনে এনেছে ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। “বচ্চন” সিনেমা'র “সুন্দরী কম'লা” গানে ডান্স পারফর্ম করে রীতিমতো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এক যুবতী।

এদিন তার পরনে ছিল কম'লা রঙের একটি কুর্তি। স্টেজ ব্যাকগ্রাউন্ড নেই, নেই কোন বাহুল্য। একেবারে গ্রাম্য পরিবেশে প্রকৃতির কোলে ডান্স পারফর্ম করেছে এই যুবতী।

“এসবি ডান্স টিম” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও।

গাছগাছালি ঘেরা পরিবেশে তাদের মাটির ঘর। সেই মাটির ঘরের সামনে ডান্স করেছে এই যুবতী।

যদিও তার নাম জানা যায়নি। কিন্তু তবুও তার ডান্স পারফর্ম রীতিমতো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ২৯ হাজার দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন।

হাজার খানেক লাইকের পাশাপাশি প্রচুর সংখ্যক কমেন্ট পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই যুবতীর নাচের ব্যাপক প্রশংসা করেছেন।