শোকে পরীমনির এক ভক্ত ঘুমায়নি, কারাগারে পরীকে বন্ধী রাখায়!

প্রিয় নায়িকার কাছে পাঠানো সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। পরী নিজেই সেটি ফেসবুকে শেয়ার করে ভক্তকে ভালোবাসা জানিয়েছেন।

পরীমনি ওই নারী ভক্তের চিঠি পোস্ট করে তাকে নিয়ে লিখেছেন, ‘কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমা'র এই ভালোবাসা যত্নে থাকবে খুব।’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি মা'দক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা মাম'লায় কারা'গারে ছিলেন কয়েকদিন। সেই কারণে তার এক ভক্ত যতদিন পরী কারা'গারে ছিলেন ততদিন শুধু ভর্তা-ভাত খেয়েছেন বলে এক চিঠিতে জানিয়েছেন।

ভক্ত চিঠিতে লিখেছেন, ‘শ্র'দ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমা'র সালাম নিবেন। কেমন আছেন? আপু আমা'র নাম প্রিয়া।

আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারা'গারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি, শুধু ভর্তা-ভাত খেয়েছি।

Interesting For You

তারপর আমি বিছানায় ঘু'মাইনি। ফ্লোরে ঘু'মিয়েছি। আমি জানি কারা'গারে আপনার কোনো সমস্যা বা অ'সুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করবো। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।’

পরীমনির বাসায় ভক্তদের চিঠি বা উপহার নতুন কিছু নয়। এর আগেও এক ভক্ত পরীমনির বাসায় কয়েকটি পাখি উপহার পাঠিয়েছিলেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরীমণি। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরু'দ্ধে

যৌ'’ন হে'নস্তার অ'ভিযোগ তোলার কিছুদিন পরই মা'দক মাম'লায় গ্রে''প্ত ার হন পরী। এরপর গত ৩১ সেপ্টেম্বর মুক্তি পেলে তার। গত ২৪ অক্টোবর জমকালো আয়োজনে জন্ম'দিন পালন করেও আলোচনায় এসেছেন তিনি।