বিষধর কোবরার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে মা মুরগি ছানাদের জীবন বাঁচাতে, ভাইরাল ভিডিও

যদিও এর পেছনে মানুষের হাত রয়েছে। আমা'দের মধ্যে অনেকেই আছে যারা পশু-পাখিদের বিভিন্ন ভিডিও কিংবা ছবি স্মা'র্ট ফোনের ক্যামেরায় ক্যাপচার করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই। আর সেইসব ছবি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পৌঁছে যায় লাখো লাখো দর্শকের কাছে। এভাবেই ভাইরাল হয়ে যায় পশুপাখিরাও।

কত ধরনের নাভিডিও আমর'া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। নিজের সন্তানদের বাঁচানোর জন্য এক মায়ের প্রাণপণ লড়াই। সা'পের হাত থেকে বাঁচাতে হবে নিজের সন্তানদের। যেন-তেন প্রকারেণ সা'পের সাথে যু'দ্ধ করতে প্রস্তুত মা মুরগি। তেমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে।

নিজের বেশ কয়েকটা ডিম আর ছানাপোনাদের নিয়ে বেশ ভালোভাবেই বসবাস করছিল একটি মুরগি। কিন্তু হঠাৎ করেই সেই ভালো থাকায় বাধা হয়ে দাড়ালো একটি বি'ষধর সা'প। এমনই একটি ভিডিও সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখলে বোঝা যাব'ে, একজন মা তার সন্তানকে বাচাঁনোর জন্য ঠিক কী কী ধরনের পদ'ক্ষেপ গ্রহণ করতে পারে। মানুষ হোক বা পশুপাখি, প্রত্যেকের মধ্যেই থাকে মায়ের ভালোবাসা। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে শুধুমাত্র মানুষ নয় ভাইরাল 'হতে দেখা যাচ্ছে পশুপাখিদের। সমানতালে রাজ করছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মুরগী তার কটা ডিম আর বাচ্চাদের নিয়ে বসে আছে। সেখানে হঠাৎ করে উপস্থিত হলো এক সা'প। হঠাৎ করে সা'পটি এসে যাওয়ায় প্রচন্ড ভ'য় পেয়ে যায় মুরগি এবং তার বাচ্চাগু'লি। মুরগিটি বারবার আ'ক্রমণ করতে চে'ষ্টা করে সা'পটিকে। অন্যদিকে সা'পটি বারবার ছোবল মা'রতে চে'ষ্টা করে মুরগিকে।

কিন্তু মুরগিটি যথে'ষ্ট বু'দ্ধিমান ছিল যার কারণে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। একই সঙ্গে থাকা আর একটি সাদা মুরগি সেও চে'ষ্টা করে সা'পটিকে আ'ক্রমণ করার।

Interesting For You

দীর্ঘক্ষন ধরে সা'প এবং মুরগির এই লড়াই চলতে থাকে।যতই হোক না কেন ভ”য়ানক প্রাণী, তবুও সা'পের হাত থেকে নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য ডিম আর বাচ্চাদেরকে আগলে বসে ছিল মুরগিটি।

সা'পটি যখনই তার বাচ্চাদের আ'ক্রমণ করতে গেছে মুরগিটি তেরে এসেছে সা'পের দিকে। “সেটেল স্নেক” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিওটি।

মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে মা মুরগির তার সন্তানদের বাঁচানোর এই যু'দ্ধ।

১৪ হাজার দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন। তার সাথে বেশ কিছু লাইক এবং কমেন্ট পড়েছে ভিডিওটিতে।