
খুব কম সময়ের মধ্যে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা এখন খুব সহজেই হওয়া সম্ভব। একটু অন্যরকম কিছু করলেই হওয়া যায় ভাইরাল। আর তার মাধ্যমে পাওয়া যায় অনেক লাইক, অনেক শেয়ার। জনপ্রিয়তা অর্জন করে নেন অনেকে। আবার নিজেদের পরিচয় করে তোলার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকেন এমন মানুষের সংখ্যা অনেক।
সোশ্যাল মিডিয়া হলো এখন সব থেকে বৃ'হত্তম জনপ্রিয় মাধ্যম। আমা'দের কাছে ছোট বড় সমস্ত সংবাদ এবং অ'সাধারণ মজাদার ও অবাক করা ঘটনা পৌঁছে দেয় সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই সব উপকরণের মধ্যে থাকে কিছু হাস্যকর ঘটনা। কিছু দুঃখজনক ঘটনা এবং কিছু কিছু অনুপ্রেরণার ঘটনাও থাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে একটি বি'ষাক্ত সা'পকে নিয়ে।
সা'পের এই ভাইরাল ভিডিওটি দেখলেই চক্ষু চড়কগাছ 'হতে বাধ্য যে কারো। টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। সারা দিনের বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দেয় এমন মানুষের সংখ্যা অনেক।
সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, রান্না ঘরের মধ্যে ঢুকে গিয়েছে বি'ষাক্ত এক কোবরা। তাকে খুঁজে বের করতে গিয়ে হিমশিম খেয়ে গেলেন এক ব্যক্তি। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি গ্রাম্য এলাকায় এসেছেন সা'প ধরতে। বনে জঙ্গলে ভর্তি একটি বাড়ির মধ্যে তিনি ঢুকে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, একটি সিলিন্ডারের ফাঁ'কে ঢুকে রয়েছে বি'ষাক্ত একটি কোবরা।
একটি লো'হার স্টিক দিয়ে সব থেকে বের করতে গেলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে সা'পটি। এরপর ঘরের একটি কোনায় গিয়ে ফনা তুলে বসে থাকে সে। প্রচন্ড রাগে গর্জন করতে শুরু করে সে। তারপর সা'পটির পাশে বসে ওই ব্যক্তি বলেন, এই সা'পের কামড়ে ভারতবর্ষে বহু মানুষ মা'রা যায়। কয়েক বছর আগেই হাজার হাজার মানুষ মর'ে যেত এই সা'পের কামড়ে। তবে সা'পে কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। না হলে বিপদ ঘটে যেতে পারে।
অন্ধ বিশ্বা'সের বশবর্তি হয়ে অনেক মানুষ সা'পে কা'টা রোগীকে নিয়ে যান ঝাড়ফুঁক করাতে। এইসব ঝাড়ফুঁক করা থেকেই মানুষ বিপদে পড়ে। তার থেকে ভালো হলে এই যে, সা'পে কা'টা রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দেওয়া।
তাতে মানুষটি বেঁচে যেতে পারে। এরপর ঐ ব্যক্তি সা'পটিকে একটি প্যাকেট এর মধ্যে ব'ন্দি করে নিয়ে চলে যান। সা'প ধ’রার এই দৃশ্য দেখতে প্রচুর জনসমাগম হয়েছিল ওই বাড়িতে।
“নাগলোক” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। সা'প ধ’রার ভিডিও এমনিতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এবারেও তার ব্যতিক্রম হল না।
মুহূর্তেই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই সা'প ধ’রার ভিডিও। সাড়ে চার হাজার মানুষ ভিডিওটি ইতিমধ্যে দেখে নিয়েছেন। হাজার খানেক লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই এই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন।