
অ এ অজগর আসছে তেড়ে..ঈ-এ ঈগলপাখি পাছে ধরে…ছোটবেলায় সকলেই বর্নমালায় অজগর ঈগলের সাথে পরিচিত হয়েছে।
রঙিন সেই বইয়ের পাতা থেকেই ঈগলের সম্পর্কে ভীতি তৈরি হয়েছে সকলের। সাত আট' কেজির শি'কার অনায়াসেই ছোঁ মে'রে তুলে নিয়ে যেতে পারে ঈগল।
আর তাইতো দক্ষ শি'কারি পাখি হিসেবে ঈগলের নাম আগে আসে।
শি'কার করতে এদের জুড়ি মেলা ভার। প্রখর ইন্দ্রয়শক্তির সাহায্যে শি'কার করে ঈগল।
ঈগলের শি'কারের অনেক গল্প ঘটনায় সামনে এসেছে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শি'কারী ঈগলের এক রূপ ধ’রা পড়েছে।
এই ভিডিওতে ঈগলের শক্তি সম্পর্কে ধারনা পেয়ে যাব'েন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক ঈগল ছো মে'রে একটি ছাগলকে শি'কার করে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে।
ছাগলটি বনে ঘোরাফেরা করছিল আর উঁচু থেকে ছাগলটিকে তীক্ষ্ণ দৃ'ষ্টিতে লক্ষ্য করছিল ঈগলটি।
সুযোগ বুঝেই আকাশ থেকে তীব্র গতিতে ধেয়ে এসে ঠোঁটের সাহায্যে ছাগলটিকে ঘায়েল করে আকাশে নিয়ে পাড়ি দেয় ঈগলটি।
“পারফরম্যান্স অ্যানিম্যালস” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও। ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল এই ভিডিওটি। এক কোটি মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন ভিডিওটি।