বিশাল এক সাপ হুবহু পাখির মত আকাশে উড়ছে, নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো

সা'পকে ভ'য় পান না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া গেলে নেহাতই হাতেগোনা দু’চারটে। সা'পের ভ'য়ে তটস্থ থাকে গ্রাম্য জনজীবন।

বিশেষত বর্ষাকালের সময়টাতে সা'পের উপদ্রব বেশি হয়। কারণ সেই সময় জলা'শয় গু'লি জলে পরিপূর্ণ থাকার কারণে সা'পগু'লির ডাঙায় উঠে আসে এবং লোকালয়ে গিয়ে জায়গা খোঁজার চে'ষ্টা করে।

অজান্তে বিপদ ঘটে যায় মানুষের। সেই কারণেই বর্ষাকাল হোক বা অন্যান্য ঋতুতে বাড়ির আশপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।

সাধারণত মানুষ সা'পের ভীষণ ভ'য় পেলেও সোশ্যাল মিডিয়ায় সা'পের ভিডিও ব্যাপকহারে ভাইরাল 'হতে দেখা যায়। পৃথিবী থেকে বিভিন্ন ধরনের সা'প রয়েছে।

এদের মধ্যে কোন কোন সা'পের সাংঘা'তিক বি'ষ। এদের বি'ষয়ে প্রাণহানির আশ'ঙ্কা থাকে মানুষ সহ অন্যান্য পশুপাখিদের। আবার অনেক ধরনের সা'প আছে যাদের মধ্যে বি'ষের বিন্দুমাত্র চিহ্ন নেই।

কিছু কিছু বি'ষ বিহীন বিশাল আকৃতির সা'প আস্ত প্রাণী গিলে খেতেও সক্ষ'ম। সবথেকে বড় উদাহরন অ্যানাকোন্ডা।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব জুড়ে মাঝে মাঝেই আমর'া বিভিন্ন ধরনের সা'পের ভিডিও ভাইরাল 'হতে দেখি। এইসব ভাইরাল ভিডিও দেখে আমর'া বেশ সময় কা'টাতে ভালোবাসি।

কিন্তু সরাসরি সা'পের দর্শন মিললে সাহসী ভাবে এগিয়ে যান এমন মানুষ হাতে গোনা দু’চারটে। সা'পের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে পছন্দ করে যে কোন প্রাণী এবং জীবজন্তুরা।

আসলে মহাগু'রুর সেই ডায়লগ “এক ছোবলেই ছবি” আছে নেপথ্যে। সা'পকে নিয়ে নানান ধরনের ধর্ম বিশ্বা'স প্রচলিত রয়েছে আমা'দের দেশে।

Interesting For You

মা মনসার বাহন হিসেবে সা'পকে পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। তারা সচরাচর সা'প মে'রে ফেলতে চান না। অন্যদিকে দেবাদিদেব মহাদেবের কন্ঠে সা'প দেখা যায়।

আবার দেবী দুর্গার হাতে থাকা দশটি অ'স্ত্রের মধ্যে একটিতে দেখা যায় সা'প। সা'পকে নিয়ে এইসব প্রচলিত বিশ্বা'স গু'লি মানুষের মনে বহুকাল আগে থাকতেই প্রোথিত হয়ে গিয়েছে।

বি'ষয়টা খুব একটা খারাপ নয়।ধর্মবিশ্বা'স তো ঠিক আছে, কিন্তু সা'পে কামড়ালে ওঝা বাড়ি নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করানোর বি'ষয়টি নেহাতই অন্ধবিশ্বা'সের অন্তর্ভুক্ত।

এইসব ঝাড়ফুঁক করাতে গিয়ে অনেকেই সা'পে কা'টা রোগীর জীবনে বিপদ ডেকে আনে। পরিবর্তে সা'পে কা'টা রোগীকে হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যেতে পারেন।

কারণ বি'ষধর সা'প কামড়ালে সঙ্গে সঙ্গে মৃ'ত্যু হয় না। সাম্প্রতিক সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো এক উড়ন্ত সা'পের ভিডিও। যা দেখলে চক্ষুচড়কগাছ 'হতে বাধ্য।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি বনাঞ্চলে একটি উড়ন্ত গিরগিটি গাছ থেকে উড়ে গিয়ে সোজা অন্য গাছে গিয়ে বসলো। বি'ষয়টির দেখামাত্রই স্থির থাকতে পারলো না একটি সবুজ রঙের সা'প। দীর্ঘাকার চেহারার সা'পটি সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে ধরল গিরগিটিকে। মুহুর্তের মধ্যে গিরগিটিকে দিয়েই উদরপূর্তি করলো নিজের। এমনই এক ভ'য়ানক ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে।

“১০০এম মোমেন্টস” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও। ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটির দর্শকসংখ্যা হুড়মুড় করে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় দুই মিলিয়নের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন। সাড়ে চার হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে অবশ্য অনেকেই এই সা'পের নাম জানতে চেয়েছেন।