
সাপ এমন একটি প্রাণী যার নাম শুনলেই শরীর কেঁপে ওঠে। তার ওপর যদি বিষাক্ত সাপের কথা হয় তবে তো কথাই নেই। এমনই একটি সাপের ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এক জঙ্গলের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ হঠাৎ মাটিতে বসে থাকা এক ব্যক্তির গায়ে উঠে যায়। ঘটনায় সেই ব্যক্তির প্রাণ এক কথায় ওষ্ঠাগত।
তাঁর গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু সে স্থিরভাবে পুরো সময়টা বসে রয়েছে। অবশেষে তাঁর এই বুদ্ধি কাজ করে।
ভিডিয়োটি দেখে মনে হচ্ছে যে ব্যক্তি একটি বিষাক্ত সাপের সঙ্গে হঠাৎই মুখোমুখি হয়েছিল। সে জঙ্গলে ভ্রমণে বেরিয়েছিল।
ভ্রমণের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন। এমন সময় হঠাৎ কোথা থেকে একটি ভয়ঙ্কর সাপ এসে তার গায়ে উঠে যায়।
সামনে যদি সাপ থাকে এবং তা বিষধর হয়, তাহলে কারো কী হতে পারে, আন্দাজ করা যায়। কিন্তু, লোকটা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন।
তিনি প্রচণ্ড ভয় পেয়ে থাকলেও সাপটিকে দেখে এক জায়গায় চুপচাপ বসেছিলেন। একটুও নড়ানড়ি করেন নি।
সাধারণত, কেউ কেউ ছুটে পালানোর কথা ভেবে থাকেন। কিন্তু, তিনি তা একেবারেই করেননি। তিনি সাপটিকে অনেকক্ষণ এভাবে থাকতে দেন।
তারপর একটি ছোট লাঠি তুলে সাপটিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় যেই এই ভিডিয়োটি দেখেছেন, তাঁর বুদ্ধির প্রশংসা করেছেন। অবশেষে সেই ব্যক্তি সফল হন।
ভিডিয়োটি দেখুন:
OMFG!!! Thought everyone should see this. pic.twitter.com/nNKl3bdsrC
— Jamie Gnuman197… (@Jamie24272184) November 2, 2021
সাপটি তাঁর শরীর থেকে নেমে জঙ্গলের দিকে চলে যায়। ৫৫ সেকেন্ডের এই ভিডিয়োটি Jamie24272184 নামের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।