
সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক যুবক একটি কিং কোবরা সা'প কে পোষ মানানোর চে'ষ্টা করছে। বৃহদাকার সা'পের গায়ে হাত দিচ্ছে,লেজ ধরে টানছে।
আশপাশের মানুষেরা তার এই কীর্তি কলাপ দেখছেন আর উৎসাহ দিচ্ছেন। সা'পটি কিন্তু ছোবল মা'রতে আসছে বারবার। একটি লাল কার্পেটের উপর সা'পের খেলা চলছে।
মাত্র ১ মাসের মধ্যে দু:সাহসিক এই ভিডিও দেখে ফেলেছেন প্রায় কয়েক লক্ষ মানুষ। সকলেই ছেলেটি প্রশংসা করেছে সা'প ধ’রার প'দ্ধতি ভালোভাবে র'প্ত করায়। আগে থেকেই প্র'শিক্ষণ প্রা'প্ত সে।
এদিকে এমন ভিডিও দেখে সকলে যে ওই যুবকের তারিফ করেছেন তাই নয় অনেকেই তার এই অ'সম সাহসের সমালোচনা করেছেন। কিভাবে জনসমক্ষে এই ধরনের কাজ তিনি করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।
এভাবে একের পর এক বাস্তুতন্ত্রের বন্যপ্রাণীদের ক্ষ'তিসাধন হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। তাছাড়া এই খেলায় যে বিপদ অনিবার্য সেই আশ'ঙ্কাও প্রকাশ করেছেন নেটবাসি
রোজ কত কি ঘটে যাহা তাহা”,পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা সত্যই আমা'দের অবাক করে।ঠিক তেমনি একটি বিস্ময়কর ঘটনার স্বাক্ষী থাকলো নেট দুনিয়া।
এক ব্যক্তি বি'ষাক্ত সা'পের সামনে বসে তাকে হাত দিয়ে ধরছেন। মাত্র ১ মিনিটের এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনের।
সা'প,এই শব্দের মধ্যে লুকিয়ে আছে একটা ভ'য়াব'হতা আর আড়ষ্ঠতা। সারা বিশ্বে প্রতি বছর অ'সংখ্য মানুষ সা'পের কামড়ে মা'রা যান। শুধু কামড় নয় কেবল সা'প দেখে আত'ঙ্কে হার্টফেল করেন অনেকেই।
তবে অনেকেই ভাবেন হয়তো বন জঙ্গলে সা'পের উপদ্রব বেশি কিন্তু না সা'প আসলে খুবই ভীতু প্রাণী তাই যে কোনো নিরাপ'দ পরিষ্কার জায়গায় বাস করতে পারে সা'প।
তবে সব সা'প বি'ষধর নয়,কিং কোবরা,ব্ল্যা'ক মাম্মা,অজগরের মত কিছু সা'প বেশ ভ'য়ংকর। সেই সঙ্গে কিছু স্থানীয় সা'প তো রয়েইছে। তবে আশ্চর্যের বি'ষয় হলো সা'পের ক্ষ'তি না করলে তারা সাধারণ মানুষের কোনো ক্ষ'তি করে না। তাই অযথা সা'পদের উৎপাত না করাই ভালো।