সাদা রঙের বিরল টিয়ার সঙ্গে ঝগড়া লেগেছে সবুজ টিয়া দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় মানুষের পাশাপাশি পশুপাখিদের অনেক ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে আমর'া অনেককিছুই দেখতে পাই।

পাশাপাশি দেখতে পাই অনেক বিরলতম দৃশ্যও। এক মুঠোফোন আর ইন্টারনেট পুরো বিশ্বে ঘুরিয়ে আনছে আমা'দেরকে। আর সেখানেই আমা'দের চোখের সামনে উঠে আসছে নানারকম হকচকিযে যাওয়ার মতন এক একটি দৃশ্য।

তার মধ্যে পশু, পাখিদের নিয়ে ভিডিও দিনের পর দিন কমন বি'ষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের পাশাপাশি এখন সোশ্যাল মাধ্যমে সমানভাবে ভাইরাল (Viral Video) হয় পশু, পাখি সরীসৃপ প্রাণীদের বিভিন্ন দৃশ্য।

সোশ্যাল মিডিয়ার যুগে বাদ পড়েনি পশুপাখিরাও। পশুপাখির নানান ভিডিও প্রায়শই ভাইরাল হচ্ছে।

Interesting For You

সম্প্রতি, দুটি টিয়া পাখির ভিডিও ভাইরাল হয়েছে। একজন আবার সাদা টিয়া পাখি এবং অন্যজন আবার সবুজ। ভিডিওতে দেখা যাচ্ছে, এই দুই White ring neck parrot আর green ring neck parrot খানিকক্ষণ বসে থেকে থেকে একে অ’পরের সঙ্গে কথা কথা বলতে হঠাৎই লেগে গেল তাঁদের মধ্যে ঝগড়া।

তাঁদের মালিক আবার একজনকে আদর করতে শুরু করলেই তা দেখে অন্যজন হিং'সা করে তাঁর দিকে তেড়ে এসে ঠোঁটে ঠোঁট দিয়েই যু'দ্ধ করতে শুরু করে। আর এরকম বিরল দৃশ্য খুব যেটা দেখা যায়না।

তাই সাদা আর সবুজ টিয়া পাখির এই লড়াইয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই না ভাইরাল হয়ে যায় কোথায়!

Green Parrot নামে এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে।