
নেটবাসীদের কাছে রানু মণ্ডল (Ranu Mandal) আজ অত্যন্ত পরিচিত নাম। নিজের গানের দৌলতেই ভিখারিনীর জীবন থেকে বেরিয়ে আসতে সক্ষ'ম হয়েছিলেন রানু।
রানাঘাট স্টেশন থেকে বলিউডে পাড়ি.. মেক ওভার, রেকর্ডিং 'ষ্টুডিও, সবটাই স্বপ্নের মতো ছিল তার সঙ্গীতজগতে পা রাখার প্রথম সময়টুকু।
একটা গানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে রাতারাতি তারকা হয়ে যান রানু মণ্ডল।
কিন্তু স্থায়ী হয়নি রানুর (Ranu Mandal) ‘স্টারডম’। যতটা তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়েছিলেন তত তাড়াতাড়িই ফিরেছেন অন্ধকারে।
নেটিজেনদের একাংশের মতে অতিরিক্ত মেজাজ ও বাজে ব্যাব'হারের কারনে ছন্দপতন হয় তার। স্টেশন থেকে বলিউডের সফর সাঙ্গ করে আবার ফিরে আসেন নিজের ঘরে। বর্তমানে নানা অভাবের মধ্যেই তার দিন কাটে। তবে অভাবেও আনন্দের খামতি নেই।
কখনও কোনও ইউটিউবার গেলে তাদের সঙ্গে হাসিমুখেই আড্ডায় গল্পে খাওয়া-দাওয়ায় মেতে ওঠেন রানু (Ranu Mandal)। আর তার পরেই তার ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায়।
রানাঘাটের স্টেশন থেকে একদিন পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের লাইম'লাইটে। আজ ফের গৃহবাসী তিনি। অনটন আবারও হয়েছে নিত্যসঙ্গী।
একের পর এক ভিডিও, অ'সংল'গ্ন কথা তাঁকে সোশ্যাল মিডিয়ার ট্রোলের পাত্রী করে তুলেছে। কিন্তু এত কিছুর মধ্যেও গান তাঁর সঙ্গে ছাড়েনি।
সেই গানের সঙ্গেই সহ'বাস রানাঘাটের রানু মণ্ডলের (Ranu Mandal)। সম্প্রতি গেয়েছেন সুপার ভাইরাল (Viral Video) সিংহলি গান মানিকে মাগে হিথে।
তাই নিয়েও নেটদুনিয়ায় প্রশংসা ও নিন্দা কুড়িয়েছেন দুইই। এবার আরও একটি ভিডিওতে গান গাইতে শোনা গেল রানু মণ্ডলকে।
নিজের আনন্দে গাওয়া সেই গানের ভিডিও মুহূর্তে ফের জিতে নিল নেটিজেনদের মন।