
ভাইরাল হওয়া চিন্দওয়াড়ার ওই ভিডিওতে দেখা গিয়েছে, কোবরার মতো বি'ষধর সা'পকে কাবু করতে বেশ খানিকটা সময় লাগলেও শেষপর্যন্ত তা করতে সফল হন তিনি ৷
কিন্তু ওই সময়ের মধ্যেই সা'পটি তাঁর হাতে কামড় দেয় এবং সা'পটিকে উ'দ্ধার করার কিছুক্ষণের মধ্যেই শরীর খারাপ 'হতে শুরু করে ওই স্নেক ক্যাচারের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃ'ত্যু হয় ৷
সর্প বন্ধু’ হিসেবেই গ্রামে পরিচিত ছিলেন ৷ কিন্তু সা'পের হাতেই মৃ'ত্যু হল মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ার পরাসিয়া ব্লকের বছর ৪৩-এর এক স্নেক ক্যাচারের ৷
কোবরা প্রজাতির একটি সা'পকে বোতলবন্দী করতে গিয়েই নিজের মৃ'ত্যু ডেকে আনলেন ওই ব্যক্তি (Viral Video of Cobra) ৷
সা'পের কামড়ে মৃ'ত্যু হওয়া ওই স্নেক ক্যাচারের নাম সন্তরাম বলে জানা গিয়েছে ৷ তিনি এলাকায় এর আগেও নিজের হাতে অনেক সা'প ধরেছেন ৷
সা'পদের না মে'রে সেগু'লিকে উ'দ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়ার কাজই করতেন তিনি ৷ কিন্তু শেষপর্যন্ত সা'পের ছোবলেই মৃ'ত্যু হল সন্তরামের ৷
কোবরাটিকে বাগে আনতে বেশ খানিকটা সময় লেগেছিল তাঁর ৷ সেটি এতটাই ছটফট করছিল, যে কিছুতেই সেটিকে বোতলবন্দী করা যাচ্ছিল না ৷
কিন্তু সেটা করার পরেও কোনও লাভ হয়নি ৷ সা'পের ছোবলেই মৃ'ত্যু হল ‘সর্পবন্ধু’ সন্তরামের ৷
রাস্তায় একটি ইটের পাশে কুণ্ডলী পাকিয়ে পড়ে থাকা সা'পটিকে হাতের মধ্যে নিয়ে সেটিকে প্লাস্টিকের বোতলের মধ্যে ঢোকাতে চেয়েছিলেন সন্তরাম ৷
কিন্তু সব কাজ সম্পন্ন হলেও বি'ষধর সা'পের ছোবল থেকে বাঁচতে পারেননি গ্রামের একমাত্র স্নেক ক্যাচার ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃ'ত্যু হয় তাঁর ৷