এক ছোবলেই মৃ’ত্যু কোবরা ধরতে গিয়ে, দেখুন ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া চিন্দওয়াড়ার ওই ভিডিওতে দেখা গিয়েছে, কোবরার মতো বি'ষধর সা'পকে কাবু করতে বেশ খানিকটা সময় লাগলেও শেষপর্যন্ত তা করতে সফল হন তিনি ৷

কিন্তু ওই সময়ের মধ্যেই সা'পটি তাঁর হাতে কামড় দেয় এবং সা'পটিকে উ'দ্ধার করার কিছুক্ষণের মধ্যেই শরীর খারাপ 'হতে শুরু করে ওই স্নেক ক্যাচারের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃ'ত্যু হয় ৷

সর্প বন্ধু’ হিসেবেই গ্রামে পরিচিত ছিলেন ৷ কিন্তু সা'পের হাতেই মৃ'ত্যু হল মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ার পরাসিয়া ব্লকের বছর ৪৩-এর এক স্নেক ক্যাচারের ৷

কোবরা প্রজাতির একটি সা'পকে বোতলবন্দী করতে গিয়েই নিজের মৃ'ত্যু ডেকে আনলেন ওই ব্যক্তি (Viral Video of Cobra) ৷

সা'পের কামড়ে মৃ'ত্যু হওয়া ওই স্নেক ক্যাচারের নাম সন্তরাম বলে জানা গিয়েছে ৷ তিনি এলাকায় এর আগেও নিজের হাতে অনেক সা'প ধরেছেন ৷

সা'পদের না মে'রে সেগু'লিকে উ'দ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়ার কাজই করতেন তিনি ৷ কিন্তু শেষপর্যন্ত সা'পের ছোবলেই মৃ'ত্যু হল সন্তরামের ৷

Interesting For You

কোবরাটিকে বাগে আনতে বেশ খানিকটা সময় লেগেছিল তাঁর ৷ সেটি এতটাই ছটফট করছিল, যে কিছুতেই সেটিকে বোতলবন্দী করা যাচ্ছিল না ৷

কিন্তু সেটা করার পরেও কোনও লাভ হয়নি ৷ সা'পের ছোবলেই মৃ'ত্যু হল ‘সর্পবন্ধু’ সন্তরামের ৷

রাস্তায় একটি ইটের পাশে কুণ্ডলী পাকিয়ে পড়ে থাকা সা'পটিকে হাতের মধ্যে নিয়ে সেটিকে প্লাস্টিকের বোতলের মধ্যে ঢোকাতে চেয়েছিলেন সন্তরাম ৷

কিন্তু সব কাজ সম্পন্ন হলেও বি'ষধর সা'পের ছোবল থেকে বাঁচতে পারেননি গ্রামের একমাত্র স্নেক ক্যাচার ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃ'ত্যু হয় তাঁর ৷