ফস করে ফনা তুলে ছোবল দিতে লাগল রাসেল ভাইপার- ভাইরাল ভিডিও

এদের বি'ষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। তাই অন্যান্য সা'প যেমন একটি ইঁদুরকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, চন্দ্রাবোড়া সে ক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয়।

প্রচণ্ড বি'ষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে চন্দ্রাবোড়া তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে।

চন্দ্রবোড়া নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশে এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। এরা নিশাচর, এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে।

এরা প্রচন্ড আ'ক্রমনাত্মক হয়ে থাকে। পৃথিবীতে প্রতিবছর যত মানুষ সা'পের কামড়ে মা'রা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোড়ার কামড়ে মা'রা যায়।

Interesting For You

বিশেষ করে নদীয়া, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভ'য়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সা'প পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগু'লোতেও বিস্তার লাভ করেছে।

রাসেল ভাইপার ভারত বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। নদীয়া জেলাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এছাড়াও ভারত, পাকি'স্তান, নেপাল,

ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, থাইল্যান্ড, বার্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। তবে কোনো কোনো চন্দ্রবোড়া সা'পের ৭৫টি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ড আছে।

কিন্তু মাত্র ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে কাউকে কামড়ে বি'ষ ঢালতে পারে সা'পটি! কামড়ের ক্ষিপ্রগতির দিক দিয়ে সব সা'পকে

হারিয়ে রাসেল ভাইপার প্রথম স্থান দখল করেছে। দোকানের আসবা পত্র সড়াতেই, ফস করে ফনা তুলে ছোবল দিতে লাগল রাসেল ভাইপার।