বালকের মাগুর মাছ ধরার অভিনব পদ্ধতি ভিডিও ভাইরাল

এদের এক জোড়া লম্বা নলাকার বায়ুথলি মেরুদ'ণ্ডের উভ'য় পার্শ্বে ফুলকাধার থেকে পশ্চাৎমুখে প্রসারিত হয়ে ফুসফুসের

ন্যায় কাজ করে। চোখ মুক্ত অক্ষিকোটরীয় কিনারাযুক্ত। এদের স্পর্শী আছে ৪ জোড়া।

মাগু'র মাছের দে'হ লম্বা ও চা’পা। এদের পেট গো'লাকার। এদের মাথা ক্ষুদ্রাকৃতির, দৃঢ়ভাবে চা’পা এবং পাতলা ত্বক দ্বারা আবৃত।

চোখ ক্ষুদ্রাকৃতির এবং মাথার সম্মুখভাগের পার্শ্বদেশে অবস্থিত।

একটি খাটো কাঁটাবিহীন পৃষ্ঠপাখনা থাকে। পায়ুপাখনা দীর্ঘ। পাখনায় কোনো চর্বি থাকে না এবং পাখনাগু'লো নিচু ধারের ন্যায় বিদ্যমান।

এদের বক্ষপাখনা বি'ষগ্রন্থিযুক্ত যা মানুষের জন্য ক্ষ'তিকর। এদের পৃষ্ঠপাখনা গো'লাকার। ফুলকাপর্দা গভীর খাঁজযুক্ত ও যোজক থেকে আলাদা। এদের পটকা থাকে না

মাগু'র মাছ কাদার নিচে থাকতে পছন্দ করে। মাগু'র মাছ আশ বিহীন একটি মাছ।

Interesting For You

এদের ধরতে গেলেই কা'টা বসাই দেয় । খুব সাবধানে এদের কে ধরতে হয়।

পুকুরে মাটি সরিয়ে সরিয়ে খুব সাবধানে মাগু'র মাছ ধরছে বালক।

গর্তে ভরা মাগু'র মাছে। গর্ত যত বড় করে মাগু'র মাছ তত বেশি বের হয় ।

ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে।

ভাইরাল ভিডিওটি টি আপনারা নিচে গেলেই দেখতে পাবেন।