যে জিতল সিংহী বনাম কুকুর যু’দ্ধে দেখুন ভিডিও

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান সম্প্রতি একটি মিনিট দেড়েকের ভিডিও টুইটে আপলোড করেছেন।

যেখানে দেখা যাচ্ছে, একটি সিংহীর দিকে তেড়ে যাচ্ছে একটি কুকুর। ভ্রমণার্থীদের জিপ থেকে কোনও একজন সেই ভিডিও ফ্রেমবন্দি করেছেন।

কুকুর গৃহপালিত পশু। মানুষের গা ঘেঁষে থাকা তার স্বভাব। সিংহ বনের রাজা। তাকে পোষ মানানো কঠিন। এ তো কারও অজানা নয়।

Interesting For You

কুকুরের তুলনায় সিংহের হিংস্রা অনেক বেশি। কিন্তু তেমন পরিস্থিতি হলে কুকুরও তেড়ে যেতে পারে সিংহের দিকে। এমন ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral video)।

ভিডিওতে দেখা গিয়েছে, কুকুর এবং সিংহীর মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কুকুরটি ডাকতে ডাকতে প্রায় ঝাঁপিয়ে পড়েছে সিংহীর উপর।

আত্মরক্ষা ছাড়া খুব একটা প্রতি আক্রমণের চেষ্টা করতে দেখা যায়নি সিংহীটিকে।

তবে কোথায় এটি ফ্রেমবন্দি হয়েছে, সে তথ্যের কোনও উল্লেখ নেই।