বাঘিনী ধূ’মপান করছে মুখ দিয়ে বেরোচ্ছে ধোঁয়া, ভিডিওতে আসল রহস্য!

ভিডিয়োতে দেখা গিয়েছে, দাঁড়িয়ে থেকে একটা খাঁচার মতো গাড়ি থেকে বেরিয়ে আসছে ওই বাঘিনী। হঠাৎই তার মুখ থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে।

যেন সদ্য সিগারেট খেয়ে এসেছে ওই বাঘিনী। বাকি টুইটারিয়ানদের মতোই অবাক হয়েছেন প্রবীণ কাসওয়ানও।

ভিডিয়ো পোস্ট করে তিনি প্রশ্নও করেছেন, “বান্ধবগড়ের এই বাঘিনী কি ধূমপান করছে?”

ধূ’মপান করছে বাঘিনী! গলগল করে মুখ থেকে বেরোচ্ছে ধোঁয়া। সম্প্রতি আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ানের

শেয়ার করা একটি ভিডিয়োতে ধরা পড়েছে এমনই এক দৃশ্য। জানা গিয়েছে, ৩৮ সেকেন্ডের ওই ভিডিয়ো তোলা হয়েছে মধ্যপ্রদেশের বান্ধবগড় রিজার্ভ ফরেস্টে।

Interesting For You

গতকাল অর্থাৎ ১৯ জানুয়ারি টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন আইএফএস অফিসান প্রবীণ কাসওয়ান।

এর মধ্যেই প্রায় ২৮ হাজার লোক দেখে ফেলেছেন এই ভিডিয়ো। বাঘিনীর এমন দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে রিজার্ভ ফরেস্টের কোনও কর্মী এই ভিডিও তুলেছেন।

জানা গিয়েছে, একটি কুয়োয় পড়ে গিয়েছিল এই বাঘিনীটি। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। বেশ কিছুদিন

পর্যবেক্ষণে রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। এমনটাই জানিয়েছেন, বান্ধবগড় জাতীয় উদ্যানের ভেটেরেনারি চিকিৎসক, ডক্টর নীতিন গুপ্তা।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের জৌনপুর এলাকার কাছে পাতাউরা গ্রামে একটি কুয়োতে পড়ে গিয়েছিল বাঘিনীটি।


গত ১৫ জানুয়ারি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বান্ধবগড় রিজার্ভে।