বৈঠক করছে দুই দল পেঙ্গুইন , নেট পাড়ায় হাসির রোল ভাইরাল ভিডিয়ো

টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে ছোটখাটো একটা মিটিং সেরে নিয়েছে দু’দল পেঙ্গুইন।

জানা গিয়েছে, ফকল্যান্ড আইল্যান্ডে এই পেঙ্গুইনের দলকে দেখা গিয়েছে। একদল সমুদ্রে স্নান সেরে ফিরছিল আর একদল যাচ্ছিল জলকেলি করতে।

যাওয়ার পথেই একদলের সঙ্গে দেখা হয়ে যায় আর একদল পেঙ্গুইনের। উচ্ছ্বসিত হয়ে একে অন্যে দিকে এগিয়ে যায় তারা।

একসঙ্গে মিশে যায় দু’দল পেঙ্গুইন। চটজলদি সেরে নেয় গুরুত্বপূর্ণ আলোচনা। তারপর ফের যে যার গন্তব্যে রওনা দেয়।

পেঙ্গুইনরা বরাবরই বেশ অবাক করে সাধারণ মানুষকে। তাদের আচার-আচরণ সত্যিই লক্ষ্য করার মতো।

পেঙ্গুইনদের নিয়ে নির্মিত বিখ্যাত কার্টুন ‘পিঙ্গু’-ও একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবার পেঙ্গুইনদের কাণ্ডকারখানা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনদের অনেকেই।

Interesting For You

এই ভিডিয়ো দেখেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। নেটাগরিকদের অনেকেই বলছেন, এমন নিখুঁত হাবভাব দেখে মনে হচ্ছে অভিব্যক্তিতে মানুষকেও হার মানাবে এই পেঙ্গুইনের দল।

কেউবা দু’দল পেঙ্গুইনের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় জানতে উৎসাহ দেখিয়েছেন। Falkland Islands Museum and National Trust- এর ডিরেক্টর Andrea Barlow এই ভিডিয়ো নিজের ফোনে তুলেছিলেন।

তারপর পেঙ্গুইনদের কাণ্ডকারখানা শেয়ার করেছেন টুইটারে। গোটা ভিডিয়োতে সবচেয়ে মজার ব্যাপার যে একদল পেঙ্গুইন আর একদলকে দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে ছুটে ছুটে একে অন্যের দিকে এগিয়ে গিয়েছে।

যেন কতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, কত কথা বাকি আছে। দুই পেঙ্গুইন তো আবার গল্পে এমন মশগুল হয়ে গিয়েছিল যে দলছুটও হয়ে গিয়েছিল। তারপর আবার দৌড়ে গিয়ে নিজের দলে ভিড়ে গিয়েছে।

এর মধ্যেই ৬.৯ মিলিয়ন লোক টুইটারিয়ান এই ভিডিয়ো দেখে ফেলেছেন। দু’দল পেঙ্গুইনের কীর্তিকলাপ দেখার পর অনেক মজাদার কমেন্টও করেছেন তাঁরা।


কী নিয়ে পেঙ্গুইনরা আলোচনায় ব্যস্ত হয়েছিল তা অবশ্য জানা যায়নি।