
চট্টগ্রাম নগরীতে নিজের ঘরে বসে টিকা নেয়ার ঘটনায় গ্রে'’'প্ত ার দুইজনকে একদিনের রি’মান্ড দিয়েছেন আ'দালত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্ম'দ রেজার আ'দালত এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার খুলশী থা'না পু'লিশ তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমা’ন্ডের আবেদন করেছিল।বি'ষয়টি নিশ্চিত করে খুলশী থা'নার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, ঘরে বসে টিকা নেয়ার ঘটনায় গ্রে'’'প্ত ার মো. হাসান ও মোবারক আলীকে পাঁচদিনের রি’মান্ড চেয়ে আ'দালতে আবেদন করা হয়। আ'দালত শুনানি শেষে একদিন করে রি’মান্ড মঞ্জুর করেন।খুলশী থা'না সূত্রে জানা গেছে, শনিবার ‘এমডি হাসান’ নামে নিজ ফেসবুক আইডিতে টিকা গ্রহণের ছবি পোস্ট করে লেখেন ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কো’ভিড ভ্যাক’সিন প্রদানে সহায়তা করার জন্য। আলহাম'দুল্লিাহ মর'্ডানার প্রথম ডোজ সম্পন্ন।’টিকা নিয়ে চরম ভো’গান্তির মধ্যে ঘরে বসে টিকা দেয়ার এমন ছবি নিয়ে তাৎক্ষণিক তুমুল সমালোচনা শুরু হয় ফেসবুকে। এর প্রতিক্রিয়ায় রাতেই হাসানকে গ্রে'’'প্ত ার করে খুলশী থা'না পু'লিশ। এরপর সকালে টিকা সরবরাহে সহযোগিতাকারী মোবারক আলীকেও গ্রে'’'প্ত ার করা হয়।
এ ঘটনায় জড়িত অ'ভিযুক্ত স্বাস্থ্যকর্মী বি'ষু দে’কে (৩৫) বর’খাস্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। তবে এ ঘটনায় এখনও তাকে আ’টক করেতে পারেনি পু'লিশ। ওই স্বাস্থ্যকর্মী চুক্তিভিত্তিতে চসিকের মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ানের কাজ করতেন।এছাড়া ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটি বের করতে এবং কিভাবে টিকা চু’রি করে নিয়ে গিয়ে বাসায় গিয়ে দিল, এর সাথে আর কে কে জড়িত, তা জানতে পাঁচ সদস্যের একটি তদ'ন্ত কমিটিও গঠন করা হয়েছে।পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্ম'দ নজরুল ইসলামকে। অন্য সদস্যরা হলেন- জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ওয়াজেদ চৌধুরী, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্ম'দ আলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
এর আগে আলোচিত এই ঘটনায় চসিকের জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমা'র চ’ক্রবর্তী বাদী হয়ে একটি মা’ম'লা দায়ের করেন। মা’ম'লায় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের স্বাস্থ্যকর্মী বি'ষু দে’কে ৩ নম্বর আ'সামি করা হয়েছে। এছাড়া মাম’লায় ব্যাংকার মোবারক আলী ও টিকা নেয়া হাসান ছাড়াও তাদের আরেক বন্ধু সাজ্জাতকেও আ'সামি করা হয়েছে। বর্তমানে বি'ষু ও সাজ্জাত প’লাতক রয়েছেন। মাম’লায় অ'ভিযুক্তদের বিরু'দ্ধে দ'ণ্ডবিধির ৩৮০/৪০৬/৪২০/৩৪ ধা'রায় অ'ভি’যোগ আনা হয়।
অ'ভি’যোগে বলা হয়, বি'ষু দে নিয়ম বহির্ভূ'ত ভাবে সরকারঘোষিত কেন্দ্রে টিকা প্রদান না করে সে ও তার অন্যান্য অ’জ্ঞাত সহযোগীদের সহায়তায় ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য বিনামূল্যে প্রদানকৃত কো’ভিড ভ্যাক’সিন চু’রি ও আ’ত্মসাৎপূর্বক বাসায় গিয়ে অর্থের বিনিময়ে প্রদান করেছিলেন।