ভিড় রাস্তায় মাঝ-বরাবর দৌড়চ্ছে উটপাখি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

ভিড় রাস্তায় সা সা করে ছুড়ে চলেছে তীব্র গতির গাড়ি। আর তার পাশ দিয়েই প্রবল গতিতে দৌড়চ্ছে একটি উটপাখি। তার গতি দেখে মনে হচ্ছে যেন কোথাও যাওয়াত খুব তাড়া রয়েছে। আশপাশের গাড়ি বা যাত্রীদের অবশ্য বিরক্ত করছে না উটপাখিটি।

আপনমনে দৌড়ে যাচ্ছে সে। এই দৃশ্যই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িতে বসে অনেকেই উটপাখির এমন দৌড় দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। যদিও উটপাখিটির সেদিকে মোটেও ভ্রূক্ষেপ নেই।

শোনা গিয়েছে, এই ভিডিয়ো পাকিস্তানের লাহোরে তোলা হয়েছে। সেখানকার ক্যানাল রোড ধরে দৌড়চ্ছে এই উটপাখিটি। ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রায় মাঝরাস্তা ধরে দৌড়চ্ছে উটপাখিটি।

পিছন থেকে আসা স্কুটার এবং বাইক আরোহীরা অবশ্য তাকে যতটা সম্ভব এড়িয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন। একই অবস্থা গাড়িগুলোরও কেউ আসলে চান না যাতে উটপাখিটি গাড়ির ধাক্কায় আহত হন।

সেই জন্যই এই সতর্কতা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ৮০ হাজারের বেশি ভিউও হয়েছে এই ভিডিয়োর। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রেই জানা গিয়েছে যে, এই ভিডিয়ো লাহোরের ক্যানাল রোডে তোলা হয়েছে।

Interesting For You

পাকিস্তানের ARY News সূত্রে খবর, এই উটপাখির আর এক সঙ্গী ছিল। কিন্তু তার মৃত্যু হয়েছে। এক ব্যক্তি ওই উটপাখিটিকে গলা চেপে ধরতে গিয়েছিলেন। তখনই মৃত্যু হয় তার।

এরপর থেকেই একা একা লোকালয়ের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সাথীহারা উটপাখিটি। যানবাহন পূর্ণ ব্যস্ত রাস্তায় এভাবে ছুটতে দেখে উটপাখিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা।

নেটিজ়েনদের অনেকেও বলেছেন যে অবিলম্বে ওই উটপাখিটিকে তার নির্দিষ্ট বাসস্থানে পাঠানোর ব্যবস্থা করা হোক। নাহলে ব্যস্ত রাস্তায় গাড়ির ধাক্কায় অবিলম্বে উটপাখিটির বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে।

এর আগেও এরকম দলছুটি বা সঙ্গীর থেকে আলাদা হয়ে যাওয়া উটপাখির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবছর জানুয়ারি মাসেই চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়েছিল একটি উটপাখি।

দেখুন ভিড় রাস্তায় গাড়ির পাশ দিয়ে ছুটে চলা উটপাখির সেই ভিডিয়ো

পরবর্তীকালে তাকে দক্ষিণ পাকিস্তানের করাচি শহরের রাস্তায় ঘুরতে দেখা যায়। সেখান থেকেই উটপাখিটিকে উদ্ধার করেন চিড়িয়াখানার কর্মীরা। তবে পাকিস্তানের রাস্তাঘাটে এভাবে উটপাখির ঘুরে বেড়ানো বিশেষ নতুন ঘটনা নয়।