
বানরগুলি বরাবরই কপিক্যাট হিসাবে পরিচিত। আর ঠিক এই প্রচলিত কথার সুযোগ নিয়েই নিজের চশমা ফিরে পেলেন এক ব্যক্তি। আইপিএস অফিসার রুপিন শর্মা একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন।
সেই ভিডিয়োতে দেখা গেছে যে একজন লোক তার চশমা ফেরত পেতে একটি বানরের সঙ্গে রীতিমতো শলা পরামর্শ করছিলেন। বানরটিকে একটি লোহার জালের উপরে বসে থাকতে দেখা যায়, লোকটি নীচে দাঁড়িয়ে আছে।
বানরটি লোকটির চশমা নিয়ে নিয়েছে আর সে কিছুতেই সেটা ফেরত দেবে না।
লোকটি তার চশমা ফিরে পেতে বানরের কপিক্যাট আচরণকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। আদপেই তা কাজও করে যায়। ভিডিয়োটিতে দেখা গেছে যে লোকটি বানরটিকে এক প্যাকেট আমের জ্যুস অফার করছে।
বানরটি যখন জ্যুসের প্যাকেটের দিকে হাত বাড়াল, তখন লোকটি তা ছেড়ে দিতে অস্বীকার করেছিল। বানরটি তখন সম্ভবত বুঝতে পারে যে লোকটি জ্যুসের বিনিময়ে তার চশমা চায়। তৎক্ষণাৎ বানরটি রাজি হয়ে যায়।
লোকটা বানরকে জুসের প্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গেই চশমা ফিরে পেয়েছিলেন। চশমাটি লোহার জালে আটকে গিয়েছিল কিন্তু বানরটি সেখান থেকে চশমাকে বের করে লোকটার হাতে ফেলে দেয়।
মিঃ শর্মা পোস্টটির ক্যাপশন দিয়েছেন, “স্মার্ট! এক হাত দো, এক হাত লো (এক হাতে দিন, অন্য হাতে নিন)।”
ভিডিয়োটি প্রায় ১৪,০০০ বার দেখা হয়েছে এবং ১,৩০০ জনেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। অনেকেই ভিডিয়োটি দেখে হেসেছেন। আবার অনেকেই ক্লিপটিতে তাদের চিন্তাভাবনা শেয়ার করেছেন।
ভিডিয়োটি দেখুন:
Smart ???
Ek haath do,
Ek haath lo ????? pic.twitter.com/JHNnYUkDEw— Rupin Sharma IPS (@rupin1992) October 28, 2021
একজন টুইটার ইউজার বলেছেন যে বারাণসী, মথুরা এবং বৃন্দাবনের মতো অনেক মন্দিরে বানরের সঙ্গে লেনদেনের এরকম ছবি দেখা যায়।