
সা'প হাত-পা বিহীন দীর্ঘ শরীরের, মাংসাশী, ধূর্ত এক প্রকার সরীসৃপ।
এদের চোখের পাতা এবং বহিকর্ণ না থাকায়, সা'প পা-বিহীন টিকটিকি থেকে আলাদা। বি'ষধর
হিসেবে বিখ্যাত হলেও বেশীরভাগ প্রজাতির সা'প বি'ষহীন হয় এবং যেগু'লো বি'ষধর সেগু'লোও আ'ত্মর'ক্ষার চেয়ে শি'কার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতেই বি'ষের ব্যবহার বেশি করে।
কিছু সা'পের বি'ষ মানুষের মা'রাত্মক স্বাস্থ্য ঝুঁকি বা মৃ'ত্যু ঘটায়। অনেক সময় সা'পের বি'ষ মানুষের উপকারে আসে, যা বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়।
এখন পর্যন্ত যতোদূর জানা যায়, সা'পের সর্বমোট ১৫টি পরিবার, ৪৫৬টি গণ, এবং ২,৯০০টিরও বেশি প্রজাতি রয়েছে।[১][২] সুদূর উত্তর গো'লার্ধের স্কান্ডিনেভিয়া থেকে দক্ষিণে একেবারে অ'স্ট্রেলিয়া পর্যন্ত এদের বসবাসের বিস্তৃতি।
অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সা'পের উপস্থিতি দেখা যায়, তা 'হতে পারে সমুদ্রের গভীরতম তলদেশে অথবা পর্বতের সুউচ্চ শানুদেশে প্রায় ষোলো হাজার ফিট (৪,৯০০ মি) ওপরে হিমালয় পর্বতমালাতেও।
আবার আশ্চর্যের ব্যাপার এমন কিছু দ্বীপ বা দ্বীপপুঞ্জ আছে যেখানে সা'পের দেখা পাওয়া যায় না।
যেমন আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড (যদিও নিউজিল্যান্ড এর জলে পেটের কাছে হলুদ রঙ্ এমন সামুদ্রিক সা'প আর ডোরাকা'টা সামুদ্রিক ক্রেইট এর দেখা পাওয়া যায়)।
সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে। ভাইরাল ভিডিওটি টি আপনারা নিচে গেলেই দেখতে পাবেন।