
কর্নাটকের কাবিনি বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র। সেখানকার একমাত্র ব্ল্যাক প্যান্থার সায়া। গোটা এলাকায় চলে তার রাজত্ব। সায়া যে সত্যিই কাবিনির ত্রাস, সেই প্রমাণ পাওয়া গেল আবারও। সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে এক সাংঘাতিক মুহূর্ত, যা দেখে চমকে গিয়েছে অনেকেই।
ইনফোসিস সংস্থার কো-ফাউন্ডার নন্দন নিলেকানি গত ৬ মার্চ টুইটারে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে স্কারফেস নামের এক চিতাবাঘের সঙ্গে সম্মুখসমরে নেমেছে সায়া।
ভিডিয়োতে লক্ষ্য করা গিয়েছে, একটি গাছের উপরের দিকের ডালে আয়েশ করে বসে রয়েছে স্কারফেস। আর নীচ থেকে চুপিসাড়ে সেদিকেই এগোতে দেখা গিয়েছে সায়াকে। কালো মসৃণ দেহে গাছের গুঁড়ি বেয়ে এত সাবধানে এগিয়েছে সে যে, ঘুণাক্ষরেও টের পায়নি ওই চিতাবাঘ।
উপরের ডালে স্কারফেসের মুখোমুখি হতেই তীব্র গর্জন করে ওঠে ব্ল্যাক প্যান্থার সায়া। রণে ভঙ্গ দেয়নি স্কারফেসও। জাতে যে সেও তেজি চিতাবাঘ হাবেভাবে বুঝিয়ে দিয়েছে সেটাই।
ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডের এই সম্মুসমরের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক লক্ষেরও বেশি মানুষ এর মধ্যেই দেখে ফেলেছেন এই ‘ভয়ঙ্কর’ মুহূর্তের ছবি।
ভিডিয়ো টুইট করে নন্দন জানিয়েছেন, এই ঘটনা গত ৬ মার্চের। নন্দন আরও জানিয়েছেন, কাবিনির বুকে এমন দুর্লভ মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করেছেন বিজয় প্রভু।
গোটা ঘটনাকে ‘এপিক এনকাউন্টার’ নাম দিয়েছেন নন্দন। এই ভিডিয়ো দেখে টুইটারিয়ানরা ধন্যবাদ জানিয়েছেন নন্দন এবং বিজয়কে।
নেটাগরিকরা বলছেন, “এমন মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। শিউরে ওঠার মতো মুহূর্ত হলেও এমন দৃশ্য দেখার লোভ সামলানো মুশকিল।”
কাবিনির একমাত্র ব্ল্যাক প্যান্থার সায়া-র আর একটি ছবি টুইটারে শেয়ার করেছেন নন্দন। সেখানে দেখা গিয়েছে, একা বসে রয়েছে সায়া। চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছে শিকারের পরিকল্পনা করছে সে, এমনটাই লিখেছেন নন্দন।
সেই সঙ্গে জানিয়েছেন, এই ছবি তুলেছেন তাঁর স্ত্রী রোহিণী।
Saw today, 6th March, in Kabini wild life sanctuary — another epic encounter between the Black Panther and his adversary Scarface! Video credit: Vijay Prabhu. pic.twitter.com/151Ip1bMGz
— Nandan Nilekani (@NandanNilekani) March 6, 2021