
কচ্ছপ পালন করতে চাচ্ছেন? সার্'বিক দিক বিবেচনা করলে কচ্ছপ পোষা প্রাণী হিসেবে উপযুক্ত না। এরা বনেই ভাল। আর সঠিকভাবে পালন করা অনেক কঠিন। তাই কিনে আনার আগে কিছু গু'রুত্বপূর্ণ বি'ষয় জেনে নিন:
আমা'দের দেশে মূলত দুই প্রজাতির কচ্ছপ পালন করা হয়: Red Eared Slider (RES) এবং Indian Roofed Turtle (IRT)। এরা semi-aquatic TURTLE, মানে বেশীরভাগ সময় পানিতে থাকে।
অ’পর দিকে TORTOISE শুকনো জায়গায় থাকে এবং সাঁতার কাটতে পারে না। আগে সিওর 'হতে হবে যে আপনার কাছে যেই প্রাণীটি আছে সে TURTLE নাকি TORTOISE। এই পোস্টটি TURTLE দেরকে নিয়ে। এগু'লোর গড় আয়ু ৪০ বছর!
প্রস্তুত আছেন ৪০ বছরের একটি দায়িত্ব কাঁধে নিতে? এই ৪০ বছরে কি ধরণের দায়িত্ব পালন করতে হবে তার একটি অনুমান পাবেন এই লেখাটি পড়লে। প্রথমেই কচ্ছপদের তিনটি মৌলিক চাহিদার কথা বলা যাক। এই তিনটি বি'ষয় না মানলে কোনভাবেই একটি কচ্ছপ সুস্থ জীবন যাপন করতে পারবে না:
১. সাঁতার কা'টার জন্য পর্যা'প্ত জায়গা এবং পরিষ্কার পানি: এদেরকে বেশীরভাগ সময় সেটাপ করে দিয়ে পানিতে রাখতে হবে। সারাদিন মাটিতে হাঁটতে ওদের শরীর অভ্যস্ত না।
শেলের দৈর্ঘ্যের প্রতি ইঞ্চির জন্য প্রায় ৪০ লিটার পানি প্রয়োজন। একটি পূর্ণবয়স্ক RES যদি ৪ ইঞ্চি হয় তাহলে মোট ১৫০ লিটার আয়তনের একটি ট্যাংক দেওয়া লাগবে। এদিকে ট্যাংকের গভীরতা অবশ্যই কচ্ছপের দৈর্ঘ্যের দিগু'ণ 'হতে হবে (এক্ষেত্রে ৮ ইঞ্চি)।তার চাইতেও গু'রুত্বপূর্ণ হলো ট্যাংকের পানি পরিষ্কার রাখা।
কচ্ছপদের বেশিরভাগ রোগ এবং মৃ'ত্যু অ’পরিষ্কার পানির কারণে হয়। এজন্য পানিতে একুরিয়ামের ফিল্টার লাগাতে হবে এবং পাশাপাশি স'প্ত াহে একবার ১/৪ পানি ফেলে নতুন পানি দিতে হবে। শীতকালে পানিতে হিটার লাগাতে হবে। ওরা ঠাণ্ডা সহ্য করতে পারে না। এবং একুরিয়ামের ধাঁরালো পাথর ব্যবহার করা যাব'ে না। এটা ওদের জন্য ক্ষ'তিকর।
২. শরীর শুকানোর জন্য ডাঙা বা বাস্কিং প্লাটফর্ম: আবার কচ্ছপ মাছও না যে সারাক্ষণ পানিতে ফেলে রাখলেই হবে। কচ্ছপকে ডাঙা বানিয়ে দিতে হবে যাতে সে প্রয়োজন হলেই উঠে এসে শরীর শুকাতে পারে। এভাবে তারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সারাক্ষণ পানিতে থাকলে কচ্ছপের আয়ু কমে যাব'ে এবং বিভিন্ন ক'ষ্টদায়ক রোগ হবে। নিজের ইচ্ছা মত শুকনো জায়গায় বা বাসার মাটিতে ছেড়ে রাখলে হবে না। ট্যাংকেই এই ব্যবস্থা করে দিতে হবে। এছাড়া ডাঙায় এবং পানিতে — উভয় জায়গাতেই লুকানোর স্থান বানিয়ে দিতে হবে।
৩. বাস্কিং প্লাটফর্মের উপরে Ultraviolet (UV) লাইট: খাবার হজম হওয়া থেকে শুরু করে শরীরকে সুস্থ রাখার জন্য কচ্ছপদের UV লাইট প্রয়োজন যা তারা সাধারণত সূর্যের আলো থেকে পেয়ে থাকে। এটা ডাঙ্গার উপরে লাগিয়ে দিতে হবে। সরাসরি সূর্যের আলোতে রেখে দেওয়ার একটি সমস্যা হল তাদের শরীর বেশি গরম হয়ে যেতে পারে। শীতকালে UV এর পাশাপাশি হিট ল্যাম্প দেওয়া উত্তম। UV LIGHT IS A MUST!
আরও কিছু বি'ষয় মাথায় রাখা জরুরী:
• এক বছরের কম বয়সে ওদের মাথার সইজ অনুযায়ী খুলিতে যে পরিমাণ turtle food বা pellets আট'বে সেই পরিমাণ খাবার দিতে হবে। এক দিনে এর বেশি খাবার দেওয়া যাব'ে না। কচ্ছপের বয়স এক বছর পূর্ণ হওয়ার পর স'প্ত াহে ২-৩ দিন উপরে বর্ণিত নিয়মে pellets এর পাশাপাশি নিয়মিত নিরামিষ খাওয়াতে হবে। সঠিক ডায়েট ফলো না করলে ওদের শারীরিক 'বিকাশ বিঘ্নিত হবে যা ওদের জীবনকে প্রচন্ড ক'ষ্টকর বানিয়ে তুলবে।
• একাধিক কচ্ছপ একসাথে পালা যাব'ে না। কচ্ছপ সামাজিক জীব না। মেটিং এবং মা'রামা'রির বাইরে ওরা একা থাকতেই পছন্দ করে। দুটো কচ্ছপ বছরের পর বছর একসাথে থাকলেও প্রা'প্ত বয়স্ক হওয়ার পর যেকোন এক দিন ভয়'ঙ্কর মা'রামা'রি শুরু করবে। একজন আরেকজনকে মে'রে ফেলাও অ'স্বাভা'বিক না। এছাড়া কচ্ছপ কখনো কুকুর-বিড়ালের মত পোষ মানে না। ওরা ভীতু এবং লাজুক প্রাণী।
• কচ্ছপদের উন্নত চিকিৎসা আমা'দের দেশে নেই। তাই ওদেরকে সঠিকভাবে পালন করার মাধ্যমে রোগ-ব্যাধি থেকে দূরে রাখতে হবে। আপনার কচ্ছপের কোন রোগ হলে খুঁজে দে খু'ন যে আপনার সেটাপে কোন ঝামেলা আছে কি না।
• প্রা'প্ত বয়স্ক মেয়ে কচ্ছপের পেটে ডিম আসলে মাটি ও বালু দিয়ে nesting area বানিয়ে দিতে হবে। ডিম পাড়ার উপযুক্ত জায়গা না পেলে শরীরের ভেতর ডিম ফেটে গিয়ে সে মা'রা যেতে পারে। ছেলে কচ্ছপ না থাকলে সেই ডিম থেকে বাচ্চা হবে না। কচ্ছপদের ব্রিডিং করানো উচিৎ না কারণ বন্দীদশায় আরো প্রাণীর জন্ম দেওয়ার প্রয়োজন নেই।
আমা'দের বিনীত অনুরোধ যে পৃথিবীর খাতিরে কচ্ছপ পালন করা থেকে বিরত থাকুন। কারণ কচ্ছপ ব্রিডিং এবং কেনা-বেঁচা করলে একটি নিষ্ঠুর ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হয়। যেমন, IRT আমা'দের দেশীয় কচ্ছপ।
কিন্তু আমা'দের শখ মেটানোর জন্য এদেরকে বন থেকে ধরে নিয়ে এসে বন্দী জীবনে বেধে রাখা হয় যা অত্যন্ত অমান'বিক। এদিকে বিশ্বব্যাপী RES এখন ‘invasive species’ হিসেবে গণ্য। প্রচুর মানুষ শখের বসে এদেরকে পালতে নিয়ে পরে না পেরে নদীতে বা পুকুরে ছেড়ে দেয়। এর ফলে ওরা স্থানীয় প্রজাতিকে ধ্বং'স করে ফেলে। কচ্ছপ পালনের দু'ষ্টচক্র পরিবেশের উপরেও মা'রাত্মক প্রভাব ফেলেছে।