কল খুলে জল খাচ্ছে কাক! ‘বিশপের গল্প মনে করাচ্ছে’, ভাইরাল নেটপাড়ায়

ছোটোবেলায় বিশপের গল্প তো সকলেই পড়েছেন। চতুর কাকের গল্প নিশ্চয় অনেকেরই মনে রয়েছে। কলসির
তলানিতে থাকা জল নুড়ি-পাথর ফেলে উপরে এনেছিল ওই কাক। তার জল খাওয়ার অভিনব উপায়ের কথা গল্পের বইয়ের পাতায় পড়ে অবাক হয়েছিলেন সকলেই।

এবার বাস্তবেও বিশপের গল্পের মতো এক কাকের দেখা পাওয়া গিয়েছে। এক্ষেত্রে কাকটি অবশ্য নুড়ি-পাথর ফেলে কলসির তলানি জল উপরে তুলে আনেনি। এই কাক আরও অনেক বেশি স্মার্ট।

সরাসরি কল খুলে জল খেতে পারে সে। টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিকারিক (আইএফএস অফিসার) সুশান্ত নন্দা।

সেখানে দেখা গিয়েছে, তৃষ্ণার্ত একটি কাক রাস্তার পাশের একটি কল দেখতে পেয়ে এগিয়ে গিয়েছে। তারপর সোজা উড়ে গিয়ে বসেছে কলে মাথায়।

Interesting For You

এরপর ঠোঁট দিয়ে ধীরে ধীরে টোকর মেরে কলটি খুলেই ফেলেছে সে। তারপর কল থেকে যেই জল পড়তে শুরু করেছে, তখন ঠোঁট দিয়ে সেই জল খেতে দেখা গিয়েছে কাকটিকে।

বুদ্ধিমান কাক কলটা এমনভাবেই খুলেছে যাতে প্রবল জোরে জল না পড়ে। এমনভাবে কল খোলা হয়েছে, যাতে সরু হয়ে জল পড়ে।

আর সেটা খেতে পারে ওই কাকটি। এই ভিডিয়ো শেয়ার করে আইএফএস অফিসার সুশান্ত নন্দা লিখেছেন, ‘স্কিলড ক্রো’। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত কাক।

টুইটারে ইতিমধ্যেই ৬ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। নেটাগরিকরা বলছেন, “সত্যিই বিশপের গল্প একদম সত্যি হয়ে গিয়েছে।

ভিডিয়োতে অবশ্য কাকটিকে পুনরায় কল বন্ধ করতে দেখা যায়নি। তবে নেটিজ়েনদের একাংশ অবশ্য আশাবাদী যে জল খাওয়ার পর নিঃসন্দেহে কাকটি কল বন্ধ করেই গিয়েছে। জলের অপচয় রুখতে ওরা তৎপর এমনটাই মনে করেছেন অনেকে।