বাঘকে বোকা বানাল বাঁদর, ভিডিয়ো দেখে হাসির রোল নেট দুনিয়ায়

শি'কারকে জাপটে ধ’রার আগের মুহূর্তেই ঘটেছে একটা মজার কাণ্ড।
আজকাল টুইটারের দৌলতে বন্যপ্রাণীদের বিভিন্ন মজার কাণ্ডকারখানা ভাইরাল হয়।

তবে এবার যে ভিডিয়ো টুইটারে ছড়িয়ে পড়েছে তা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। এক পেল্লাই কেঁদো বাঘকে একদম বোকা বানিয়েছে একটি বাঁদর। শুনে বিশ্বা'স না হলেও, ঠিক এমনটাই হয়েছে বাস্তবে।

সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়ো শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ আঙ্গু'স্বামী।

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, শি'কার ধরতে বেরিয়েছে একটি বাঘ। গাছে মগডালে থাকা একটি বাঁদরকে লক্ষ্য শীরে পায়ে গু'টিগু'টি এগোতেও দেখা গিয়েছে বাঘটকে। ঠিক শি'কারকে জাপটে ধ’রার আগের মুহূর্তেই ঘটেছে একটা মজার কাণ্ড।

বাঁদরটিকে জাপটে ধ’রার জন্য যেই না লাফ মে'রেছে ওই বাঘটি, অমনি গাছের ডাল ছেড়ে নীচে লাফ দিয়ে পালিয়ে গিয়েছে বাঁদরটি।

Interesting For You

এদিকে গাছের পলকা ডালে ঝাঁপ মে'রে বাঘটি তখন পড়েছে বিপাকে। ডাল ধরে ঝুলতে দেখা গিয়েছে তাকে। কোনওমতে নীচে নামা'র উপায় খুঁজছিল সে। তবে পরিত্রাণ পাওয়ার আগেই ডাল ভেঙে সটান মাটিতে হু’মড়ি খেয়ে পড়ে যায় বাঘটি। তাড়াতাড়ি একবার চারপাশে তাকিয়ে দেখে নেয় সে। বাঘের এমন নাস্তানাবুদ হওয়া কেউ দেখে ফেললে যে ভারী বিপদ।

এই ভিডিয়ো দেখেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। বাঘটির চোখেমুখ দেখেও মনে হচ্ছে যে, একটা বাঁদরের কাছে এভাবে বোকা হওয়ার ঘটনাটা মোটেই হজম করতে পারেনি সে।

এদিকে কিছু করার আর উপায় নেই। ভিডিয়ো শেয়ার করে ওই আইএফএস অফিসার লিখেছেন, ‘কখনও নিজের দুর্বলতা এগিয়ে রাখতে নেই। সবসময় পরিস্থিতি জেনেবুঝে নিয়ে নিজের শক্তি দিয়ে খেলাটা খেলা উচিত।’

অনুমান করা হচ্ছে, কোনও পর্যটকই এই ভিডিয়ো শুট করেছেন। ইতিমধ্যেই ১০ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োতে।

বাঘটির উদ্দেশে নেটিজ়েনরা বলছেন, ‘বেশি লোভ করলে এমনই হয়।’ শুধু তাই নয়, বাঘের নির্বু'দ্ধিতার পাশাপাশি বাঁদরটির বিচক্ষণতা এবং উপস্থিত বু'দ্ধির প্রশংসাও করেছেন নেটাগরিকরা।