মায়ের সঙ্গে খেলায় মেতেছে ফিশিং ক্যাটের ছানা, টুইটে ভাইরাল ভিডিয়ো

ভারতীয় বনবিভাগের আধিকারিকরা মাঝে মাঝেই টুইটে বন্যপ্রাণীদের নানা ভিডিয়ো শেয়ার করেন। কখনও ক্যান্ডিড মুহূর্তে ম্যাকেরায় ধ’রা দেয় তারা।

কখনও বা নিজেদের মধ্যেই খেলাধুলো আর খু'নসুটিতে ব্যস্ত থাকে বন্য প্রাণীরা। এবার এমনই এক ভিডিয়ো শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা।

সেখানে দেখা গিয়েছে, ফিশিং ক্যাট অর্থাৎ বাঘরোলের শাবকরা খেলা করছে। সুশান্ত জানিয়েছেন, চিল্কা হ্রদের আশপাশের এলাকায় কত ফিশিং ক্যাট রয়েছে, তার সমীক্ষা করা হচ্ছিল।

সেই সময়েই ক্যামেরাব'ন্দি হয়েছে ফিশিং ক্যাট ছানাদের খেলার ভিডিয়ো।

ওই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ফিশিং ক্যাটদের খেলা দেখে নেটিজ়েনরা বলছেন, ‘মি'ষ্টি মুহূর্ত’। ভিডিয়োতে দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে ফাঁ'কা একটা জায়গায় শুয়ে রয়েছে মা ফিশিং ক্যাট।

Interesting For You

আর তার সঙ্গে খেলায় মেতেছে দুই সন্তান। নেটাগরিকদের অনেকেই বলছেন, ‘ছোট পরিবার, সুখী পরিবারের আদর্শ উদাহরণ এই ফিশিং ক্যাট ফ্যা'মিলি।’ কেউবা বলেছেন, ভাইবোনের মধ্যে টান যে বেশ ভালই, খেলার বহর দেখে তা বোঝা যাচ্ছে।

সন্তানদের ভাব দেখে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছে মা। ইতিমধ্যেই ৩৪ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর।

তিন হাজারের বেশি লাইকও পড়েছে এই ভিডিয়োতে। ফিশিং ক্যাট পরিবারের এমন মি'ষ্টি মুহূর্তের সাক্ষী থাকতে পেরে বেজায় খুশি হয়েছেন টুইটারিয়ানরা।

আরও পড়ুন- ‘মর'্নিং ওয়াক’- এ বেরিয়েছে হাতির পাল, টুইটারে ভাইরাল ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজ়েনরা

ভিডিও দেখতে ক্লিক করুন