মাঝ সমুদ্রে বোটের চারপাশে ভিড় জমিয়েছে প্রায় ৪০০ ডলফিন! দেখুন ভিডিয়ো

মাছ দেখতে গিয়ে দর্শন পাওয়া গেল ডলফিনের। তাও আবার এক-দুটো নয়। একেবারে ঝাঁকে ঝাঁকে ডলফিন এসে ভিড় করেছিল বোটের চারপাশে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মন ভাল করা ভিডিয়ো। সেখানেই দেখা গিয়েছে সমুদ্রে ভাসমান একটি বোটের চারপাসজে ভিড় করেছে ডলফিনের দল।

একসঙ্গে ডুব সাঁতার দিচ্ছে সকলে। একবার মাথা ডোবাচ্ছে। পরমুহূর্তেই মাথা তুলে নিচ্ছে। ডলফিনের দলের সাঁতার দেখলে মনে হবে যেন দীর্ঘদিনের তালিম নিয়ে এসেছে।

টুইটারে এই ভিডিয়ো নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। মজার নানা ভিডিয়ো মাঝে মধ্যেই নিজের টুইটারে হ্যান্ডেলে শেয়ার করেন তিনি।

এবারও তেমনটাই করেছেন। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে এই ভিডিয়ো তোলা হয়েছে। হর্ষ গোয়েঙ্কার আগে টুইটারে এই ভিডিয়ো প্রথম শেয়ার করা হয়েছিল Newport Whales নামের একটি পেজ থেকে।

Interesting For You

এই Newport Whales আসলে এমন একটি সংস্থা যারা তিমি মাছ দেখা এবং ডলফিন দেখার জন্য ট্যুর ও ক্রুজের বন্দোবস্ত করে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এইসব ট্যুরের আয়োজন করা হয়।

দেখুন, টুইটে হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা ভিডিয়ো

তেমনই একটি তিমি মাছ দেখার ট্যুরে এই ডলফিনের দলের দেখা পাওয়া গিয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছে, বোটের চারপাশে ডলফিনদের দেখার জন্য তখন ভিড় জমিয়েছে পর্যটকরা।

অনুমান, প্রায় ৪০০ ডলফিনকে একসঙ্গে দেখা গিয়েছিল। বোটের চারধারে ওরা এমন ভাবে সাঁতার কাটছিল যে দেখে মনে হবে যেন পাহারা দিয়ে ওই বোটটিকে গন্তব্যে নিয়ে যাচ্ছে ডলফিনের দল।

এই ভিডিয়ো শেয়ার করে শিল্পপতি লিখেছেন, ‘এই একটা দৌড়ে আমি ভালবেসে যোগদান করতে পারি’। তাঁর শেয়ার করা ভিডিয়োর ভিউ হয়েছে ৬০ হাজারের বেশি। আর অরিজিনাল ভিডিয়োর ভিউ হয়েছে ৯৫ মিলিয়নের বেশি।

একসঙ্গে প্রায় ৪০০ ডলফিনের ঝাঁক দেখে মুগ্ধ হয়েছেন নেটিজ়েনরা। অনেকেই বলেছেন, সত্যিই এমন দৃশ্য সচক্ষে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার।