
গত ১ আগস্ট রাতে গু'লশান থা’নার বারিধা'রার ৯ নম্বর রোড এলাকার ফ্ল্যাট থেকে আলোচিত কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রে'’ফতার করে ঢাকার গোয়েন্দা পু’লিশ (ডিবি)। তার ফ্ল্যাট থেকে উ’'দ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি ম’দ, ইয়া’বা ও সিসা। গ্রে'’ফতারের পর তাকে রিমা’ন্ড শেষে নতুন করে রি'মান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারা'গারে পাঠানোর আদেশ দিয়েছেন আ'দালত।
বুধবার (১১ আগস্ট) রি'মান্ড শুনানি শেষে এজলাস থেকে পিয়াসাকে বের করে আ'দালতের হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে পিয়াসা বলেন, ‘জামান ও জামানের বউকে খুঁজে বের করেন। ভাসাবির (ফ্যা'শন হাউজ) মালিক জামান। জামানের কাছে যান। তার বউয়ের প'রকী'’য়ার ষড়য’ন্ত্রের শি'কার আমর'া।’
তার এ কথা শুনে উপস্থিত সাংবাদিকরা পিয়াসার কাছে জানতে চান কে এই জামান? কিন্তু এর কোনো উত্তর দেননি তিনি। বারবার জামান ও তার স্ত্রীকে খোঁজে বের করতে বলেন পিয়াসা।
এর আগে আজ বুধবার গু'লশান থা’না ও ভাটারা থা’নার মা’ম'লার তদ'ন্ত কর্মকর্তা দুই মা’ম'লায় পিয়াসার ৫ দিন করে মোট ১০ দিনের রি'মান্ডের আবেদন করেন। অন্যদিকে আ'সামি পক্ষের আইনজীবীরা রি’মান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভ'য় পক্ষের শুনানি শেষে আ'দালত রি’মান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারা'গারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ব্ল্যা’কমে’ইল করে অর্থ আ'দায়ের অ’ভিযোগে রবিবার (১ আগস্ট) রাতে বারিধা'রা থেকে তাকে আট'’ক করা হয়। এ সময় তার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ই’য়াবা জব্দ করে ডিবি।
তার রান্নাঘরের ক্যাব'িনেট থেকে ৯ বোতল বিদেশি ম’দ উ'দ্ধার করা হয়। ফ্রিজে সিসা তৈরির কাঁচামাল পাওয়া যায় বলেও জানায় পু’লিশ।