বনের মাঝখানে বাঁশ দিয়ে বাড়ি বানানো,আবার বাড়ির দু-তালায় দুইটি সুমিং পুল। ভিডিওটি তুমুল ভাইরাল

টে’লিভি’শনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া।

সো’শ্যাল মি’ডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বি’নোদনের একমাত্র মাধ্যম।

আমা'দের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমর'া ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বি’নোদনের জন্য সোশ্যাল মি’ডিয়ায় নির্ভর করি।

সেটা নাচ,গান,মাছ ধ’রা,সা'প ধ’রা,অ’শ্লী'ল ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সোস্যাল মিডিয়ার বদলৌতে আমর'া অনেক ভালো এবং আশ্চর্যজনক ভিডিও দেখতে পাই। যেগু'লো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঠিক তেমনি বনের মাঝখানে বাঁশ দিয়ে বাড়ি বানানো,আবার বাড়ির দু-তালায় দুইটি সুমিং পুল।

ভিডিওটি তুমুল ভাইরাল। ভাইরাল ভিডিওটি টি আপনারা নিচে গেলেই দেখতে পাবেন।

Interesting For You

আরো পড়ুনঃ
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ৯ ফুট লম্বা একটি অজগর উ'দ্ধার করেছেন আমিন খান (৩০) নামের এক ড্রেজার (বালু উত্তোলন মেশিন) শ্রমিক। পরে সা'পটি বনে অবমুক্ত করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে শহরের সোমেশ্বরী নদীর ২ নম্বর বালুমহালের শ্মশানঘাট এলাকা থেকে সা'পটি উ'দ্ধার করেন আমিন খান। তিনি দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রামের মৃ'ত হাছু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বালু উত্তোলনের জন্য নদীতে ড্রেজারের কাছে যান আমিন খান। সেখানে পাইপে প্যাঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান।

তিনি অজগরটি উ'দ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং রেঞ্জ কর্মকর্তাকে খবর দেন। পরে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরের পর রেঞ্জ কর্মকর্তার সহায়তায় সা'পটি গোপ'ালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান অজগর উ'দ্ধারের বি'ষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজগরটি আঘা'তপ্রা'প্ত না হওয়ায় এবং সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমানের তত্ত্বাবধানে সা'পটি উপজেলার গোপ'ালপুর বনে অবমুক্ত করা হয়েছে।