ঘরের মধ্যে এক বিশাল বিষধর কোবরা সাপের সাথে তুমুল লড়াই করছে কুকুর, রইলো ভাইরাল ভিডিও

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় এক সা'প ধ’রার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি দে খু'ন গা শিউরে উঠছে সকলের। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রান্না ঘরের ভিতরে ঢুকে গিয়েছে বিশাল আকৃতির এক কোবরা।

তাকে ঘর থেকে বের করে আনতে হিমশিম খেয়ে গেলেও বাড়ির লোকজন সহ সা'প ধরতে আসা এক ব্যক্তি। ঘরে সা'প ঢুকে গিয়েছে দেখেই ওই ব্যক্তিকে ডেকে আনা হয়েছিল সা'পটিকে ধ’রার জন্য।

সা'প ধরতে এসেছিলেন তিনি। ভিডিওটি প্রথমে দেখা যায়, প্রত্যন্ত এলাকার একটি পাকা বাড়ির মধ্যে প্রবেশ করেন সা'প ধরতে আসা ঐ ব্যক্তি। ঘরের ভিতরে গিয়ে তন্ন তন্ন করে তিনি সা'পটিকে খুঁজতে থাকেন।

রান্নাঘরের অবস্থা দেখে মনে হচ্ছে আগে এই ঘরে কেউ বা কারা' সা'প খোঁজার চে'ষ্টা করে গিয়েছেন। কিন্তু সম্ভবত সা'পটিকে দেখতে পাননি তারা।

তাই ডেকে আনা হয়েছে এই ব্যক্তিকে। রান্না ঘরের মধ্যে থাকা একটি ফ্রিজের নিচে লুকিয়ে ছিল সা'পটি। একটি লাঠি করে খোঁচা দিতেই ব্রিজের নিচে থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চে'ষ্টা সে।

কিন্তু সা'প ধরতে আসা ওই ব্যক্তি যথে'ষ্ট সাহসী। তিনি কোনভাবেই সা'পটিকে পালিয়ে যেতে দেননি। অ'সাধারণ কায়দায় সা'পটির লেজ ধরে ফেলেন তিনি।

Interesting For You

সঙ্গে সঙ্গে সা'পটি ঘুরে গিয়ে থাকে ছো”বল মা'রতে চে'ষ্টা করে। ওই ব্যক্তি ভ'য় পেয়ে সা'পটিকে ছেড়ে দেন। কিন্তু মুহূর্তের মধ্যে আবারও সা'পের লেজ ধরে ফেলেন তিনি।

সেই সময় ঘরের ভেতর হঠাৎ করেই ঢুকে যায় একটি কুকুর। ঘরে থাকা লোকজন কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। প্রচন্ড রেগে গিয়ে সা'পটি হঠাৎ করে ছোবল মে'রে বসে সা'প ধরতে আসা ওই ব্যক্তির পায়ে।

কিন্তু তিনি যেহেতু বুট জুতো করেছিলেন তাই কোন বিপদ-আপদ ঘটেনি। সা'প উ'দ্ধার করার এই দৃশ্য দেখতে প্রচুর জনসমাগম হয়েছিল ওই বাড়িতে।

কেউ কেউ আবার মোবাইল ফোন বের করে ক্যামেরাব'ন্দি করে নেন সা'প ধ’রার এই বুড়ো ভিডিও। এরপর ওই ব্যক্তি সা'পটিকে ধরে ঘরের থেকে বাইরে নিয়ে আসেন।

এরপর ওই ব্যক্তি জানান, এই সা'প কা”মড়ালে পক্ষাঘা'ত ঘটে। মির্জা মোহাম্ম'দ আরিফ নামক জনৈক ব্যক্তি নিজের ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক এই সা'প ধ’রার ভিডিওটি পোস্ট করেছেন।