থানায় মামলা না নিলে যা করনীয়

মাম'লা দায়েরের প্রথম স্থান হলো থা'না।আমলযোগ্য অ’পরাধের মাম'লা থা'নাতে এজাহার হিসেবে দায়ের করা হয়।

আর আমলঅযোগ্য অ’পরাধের মাম'লা থা'নায় করতে গেলে নিয়ম হলো পু'লিশ মাম'লাটি সাধারণ ডাইরিতে লিপিব'দ্ধ করে

উক্ত অ'ভিযোগকারীকে আ'দালতে পাঠিয়ে দিবে।অথবা কেও চাইলে আমলঅযোগ্য অ’পরাধের অ'ভিযোগ সরাসরি আ'দালতে দায়ের করতে পারে।

কোন অ’পরাধ আমলযোগ্য এবং কোন অ’পরাধ আমলঅযোগ্য তা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে বলা আছে।

সাধারণত মাম'লা দুইটি স্থানে করা হয়। ১। থা'নায় ২। আ'দালতে। এখন কথা হলো প্রায় প্রায়ই খবরে শোনা যায় থা'না মাম'লা গ্রহন করে নাই বা মাম'লা গ্রহন করতে অ'স্বীকার করেছে।

এখন এর প্রতিকার কি? তাহলে কি সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে? মাম'লা না করলে ভুক্তভোগী প্রতিকারই বা পাবে কিভাবে? অ’পরাধীরা কি এভাবে পার পেয়ে যাব'ে? চিন্তার কোন কারন নাই আপনার জন্য যদি ন্যায় বিচারের একটি পথ বন্ধ হয়ে যায় তাহলে আরো অনেক পথ আছে যেখান থেকে আপনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। থা'নায় মাম'লা না নিলেও আপনি অনেক যায়গায় মাম'লা দায়ের করতে পারবেন।

১/ ম্যাজিস্ট্রেট আ'দালতে মাম'লা দায়ের করতে পারবেন।
২/ হাইকোর্টে রিট দায়ের করতে পারবেন।
৩/ মানবাধিকার কমিশনে অ'ভিযোগ দায়ের করতে পারেন।
৪/ এসপি অফিসে অ'ভিযোগ করতে পারেন।
৫/ আপনার থা'না যে এএসপি এর সার্কেলে তার কাছে অ'ভিযোগ দিতে পারেন।

ম্যাজিস্ট্রেট আ'দালতে মাম'লাঃ

থা'না যদি কোন কারনে আম'লা না নেয় তাহলে আমলযোগ্য হোক কিংবা আমলঅযোগ্য সব ধরনের মাম'লাই আ'দালতে দায়ের করতে পারবেন।এ জন্য একজন উকিলের মাধ্যমে আ'দালতে নালিশ দায়ের করতে পারবেন।

Interesting For You

আ'দালতে সাধারণত আপনি লিখিত এবং মৌখিক দুইভাবেই নালিশ দায়ের করতে পারবেন।আ'দালত নালিশকারীকে এবং সাক্ষীদের পরীক্ষা করে মাম'লা আমলে নিবেন।আ'দালত যদি মনে করেন ঘটনা অ'সত্য এবং মিথ্যা। মাম'লা দায়েরের কোন কারন নেই তাহলে আ'দালত উক্ত নালিশ খারিজ করে দিবেন।এখন মনে করুন আ'দালত কোন কারনে নালিশ খারিজ করে দিল তাহলে কি করবেন?
তাহলেও প্রতিকার আছে উক্ত আদেশের বিরু'দ্ধে আপনি দায়রা জজ আ'দালতে বা হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করতে পারেন।

হাইকোর্টে রিট দায়েরঃ

কোন কারনে থা'না মাম'লা না নিলে আপনি হাইকোর্টে রিট দায়ের করতে পারেন।তখন হাইকোর্ট থা'নাকে মাম'লা গ্রহন করার নির্দেশ দিলে থা'না মাম'লা নিতে বাধ্য থাকবে।

মানবাধিকার কমিশনে অ'ভিযোগঃ থা'নায় মাম'লা গ্রহন না করলে অ'ভিযোগ দেওয়ার আর একটি জায়গা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।বিশেষ করে নারী নি'র্যা'তনের মাম'লায় তারা পদ'ক্ষেপ গ্রহন করে।

এসপি অফিসে অ'ভিযোগঃ

আপনার মাম'লা থা'না গ্রহন না করলে উক্ত থা'না যে এসপি এর অধীনে তার কাছে আইনি আশ্রয় প্রার্থনা করতে পারেন।এজন্য অবশ্য থা'নায় মাম'লা করার সময় কিছু লোক সাথে নিয়ে যেতে হয় কেননা থা'না যে মাম'লা গ্রহন করে নাই তার সাক্ষ্য যাতে তারা দিতে পারে।

সার্কেল এএসপির কাছে অ'ভিযোগ দায়েরঃ

থা'না মাম'লা গ্রহন না করলে আপনি এসপি অফিসের মতো সার্কেল এএসপির কাছেও আইনি আশ্রয় প্রার্থনা করতে পারেন।