
লকডাউন ছাড়ার দিনই রাজধানীতে হানা দিয়েছে বৃ'ষ্টির। এরই মধ্যে ছুটে চলছিল ওয়াসার একটি গাড়ি। কিন্তু বিপত্তি বাঁধলো। সারাবছরই রাস্তায় খোঁড়াখুড়ির কাজ চালিয়ে আসা এই প্রতিষ্ঠানটির গাড়িটি তাদের খোঁড়ে রাখা গর্তেই পড়ে গেল।
বুধবার (১১ আগস্ট) ঠিক দুপুর ১২টায় রাজধানীর এক সড়কের ধারে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে আপলোডও হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সামনের চাকা গর্তের মধ্যে ঢুকে যাওয়ায় গাড়ির পেছনের অংশ শূন্যে ভেসে আছে। ভারী বর্ষণের কারণে গাড়ি থেকে নেমে চালক কিংবা অবস্থান করা কেউ বাইরের পরিস্থিতি দেখতে পারছে না। এমনকি আশেপাশে কিছু মানুষ ও যানবাহন চলাচলা করলেও কারও মধ্যে কোনো ভ্রু'ক্ষেপ লক্ষ্য করা যায়নি।
এদিকে দেশের একটি গণমাধ্যমের ফেসবুক পেইজে ভিডিওটি আপলোড করা হয়েছিল। সেখানে প্রচুর মন্তব্য করেছেন নেটিজেনরা। বেশিরভাগই ওয়াসার দুর্নীতির কথা উল্লেখ করে নিন্দা করেছেন। এমনকি কেউ কেউ গাড়িটিকে ধাক্কা দিয়ে পুরোপুরি গর্তে ফেলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।