ভাবনাকে টয়োটা গাড়ি উপহার দিলেন ‘ফুপি’ বন্যা মির্জা

বিনোদন ডেস্ক : নতুন বছরে সবচেয়ে দামি উপহার পেলেন তরুণ অ'ভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সাদা রঙের টয়োটা ফিল্ডার গাড়ি উপহার পেয়ে উচ্ছ্বসিত এ অ'ভিনেত্রী।

আর গাড়িটি উপহার দিয়েছেন আরেক অ'ভিনেত্রী বন্যা মির্জা। সম্পর্কে তারা ফুপু-ভাতিজি।

Interesting For You

নিজের ফেসবুকে ভাবনা লিখেছেন, ‘নতুন বছরে সবচেয়ে দামি উপহার। ধন্যবাদ ফুপি (বন্যা মির্জা)।

আমি বাকরু'দ্ধ।’ এ বি'ষয়ে তিনি আরও বলেন, প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে সবার ভালো লাগে। আমা'রও লেগেছে। গতকাল 'বিকেলে বন্যা ফুপি গাড়ি উপহার দিয়ে বলেছিলেন, ‘এটা তোর জন্য’।

ভাবনা আরও বলেন, ‘আমা'র নিজের কোনও গাড়ি নেই। বাবার গাড়ি আমি এতদিন ব্যবহার করেছি। এখন নিজের গাড়িতে করে শুটিংয়ে যেতে পারব। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, ‘কী উপলক্ষে এই উপহার?’ আসলে এটার উত্তর কী 'হতে পারে? আমা'র তো মনে হয় প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে কোনও উপলক্ষ লাগে না।’ এদিকে, আগামী ২৫ জানুয়ারিতে ভাবনার নাটকের শুটিং রয়েছে গাজীপুরে। এস এ হক অলিক পরিচালিত ধা'রাবাহিক নাটকটির নাম ‘জায়গির মাস্টার’।