
প্রযোজক হিসেবে নায়িকা ‘পরিমনি’ যাত্রা শুরু করেছেন। তার প্রযোজনা সংস্থার নাম ‘সোনার তরী
মাল্টিমিডিয়া’। প্রথম সিনেমা'র নায়ক হিসেবে নিয়েছে জায়েদ খানকে। আর পরিচালক হিসেবে শামীম
আহমেদ রনী। তবে তার প্রযোজনার প্রথম ছবির পরিচালক হিসেবে পছন্দ ছিল মালেক আফসারি। কিন্তু মালেক আফসারি ছিলেন অন্য ভাবনায়।
কী ভাবনা? তিনি যদি নতুন কাজ শুরু করেন। সেটা শাকিব খানকে নিয়েই করবেন।
পরিচালকের ব্যাটে বলে এবার মিললো। মালেক আফসারি শাকিব খানের সঙ্গে কথা চুরান্ত করেছেন।
আর প্রযোজক হিসেবে পরীকেও রাজি করেছেন। সিনেমাটিতে শাকিবের বিপরীতে পরীমনীর অ'ভিনয়ের কথা রয়েছে।
পরিচালক মালেক আফসারী জানান,‘ গত স'প্ত াহে পরী আমা'র শর্তে রাজি হয়েছেন। এরই মধ্যে শাকিবের সঙ্গে কথাও বলেছেন। শিগগিরই শুটিংয়ের ডেট দেবেন শাকিব। ’
অ্যাকশন ঘরানার সিনেমাটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটির শুটিং শুরু 'হতে পারে মে মাসে।