
আবারো পরীর অন্ত’রঙ্গ ভিডিও ভাইরাল
সময়ের জনপ্রিয় অ'ভিনেত্রী পরীমনি। ঢাকাই সিনেমা'র ‘গ্ল্যামা'র গার্ল’ও বলা হয় এই চিত্রনায়িকাকে।
অ'ভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে খবরের শিরোনামে এসেছে পরীর নামটি। সামাজিক
যোগাযোগের মাধ্যম ফেসবুকে খোলামেলা ছবি দিয়ে এর আগে কয়েকবার আলোচনায় আসেন পরী।
আবারও ফেসবুকেই ভাইরাল হলো পরীর অন্তরঙ্গ দুটি ছবি। সঙ্গে আছেন অ'ভিনেতা সজলও। ছবি দুটি নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা যায়, দৃশ্যটি পরীমনি ও সজল অ'ভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র। আজ থেকে গাজীপুরের ত্রিমোহনীর ময়নারটেকে চলছে এর শুটিং।
চলবে আরও দু’দিন। শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি, সজলসহ অন্যান্য শিল্পীরা। আর ভাইরাল হওয়া ছবি দুটি
শুটিংয়ের অনস্ক্রিনের একটি দৃশ্য। ওয়েব সিরিজে পরী অ'ভিনয় করছেন টিনা চরিত্রে আর সজলকে দেখা যাব'ে সুলতানের ভূমিকায়। এটি নির্মাণ করছেন সহিদ উন নবী।
বি'ষয়টি সম্পর্কে জানতে পরীর মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
তবে এ বি'ষয়ে কথা বলেছেন নির্মাতা ও অ'ভিনেতা সহিদ উন নবী। তিনি বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য “পাফ ড্যাডি” ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে। আমর'া এখন গাজীপুরের ময়নারটেকে শুটিং করছি। শুটিংয়ের সময় স্কিনে ছবিগু'লো তোলা হয়েছে।’