স্বচ্ছ শাড়িতে মৌনীর শরীরী ভাঁজে বুঁদ নেটাগরিকরা

অ'ভিনেত্রী মৌনী রায়, হিন্দি টিভির প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় নাগিন।

মৌনী তার অ'ভিনয় জীবন শুরু করেছিলেন ২০০৬ সালে সিরিয়াল ‘কিউকি সাস ভি কভি বহু থি’ দিয়ে। এরপরে শুধুই এগিয়ে চলা।

নিজের রূপের যাদুতে মাত করে রেখেছেন তার ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে প্রায়াই সবার চোখ ধাধিঁয়ে তুলেন এই অ'ভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন তিনি। আর তা দেখেই নেটিজেনরা মুগ্ধ মৌনীর লুকে। ব্রাইডাল পত্রিকার শুটিং-এ মৌনী রায় মোহময়ী রূপে ধ’রা দিয়েছেন।

খয়েরি রঙের লেহঙ্গায় মৌনী রায়
খয়েরি রঙের লেহঙ্গায় মৌনী রায়

Interesting For You

খয়েরি রঙের লেহঙ্গার ফাঁ'কে দুঃসাহসী উঁকি বক্ষবিভাজিকার। পত্রিকার প্রচ্ছদে মৌনী যেন রূপকথার কোনো নায়িকা।

উজ্জ্বল কম'লা রঙের প্রিন্টেড লেহঙ্গায় মৌনী
উজ্জ্বল কম'লা রঙের প্রিন্টেড লেহঙ্গায় মৌনী

পাশাপাশি উজ্জ্বল কম'লা রঙের প্রিন্টেড লেহঙ্গায় মৌনী সনাতনী সুন্দরী। সাবেকি সাজে মৌনী রায় ধ’রা দিয়েছে আভিজাত্যপূর্ণ রূপে।

সিক্যুইন বসানো শাড়িতে মৌনী রায়
সিক্যুইন বসানো শাড়িতে মৌনী রায়

ঘন নীল শাড়িতে সিক্যুইন বসানো। মৌনী রায়ের আবেদন মুগ্ধ করেছে অনুরাগীদের। সামাজিক মাধ্যমে নেটিজেনরা মুগ্ধ মৌনীর এই লুকে।