
আমি luckily অনেক পু'লিশ অফিসারদের চিনি, বড় বড় position এ আছে, অনেক SI দেরও
চিনি। ডিএমপি এর কিছু প্রোগ্রাম করার কারণে আর আমা'র অফিসের কিছু কাজ করার কারণে।
এত helpful আর hardworking মানুষ অন্য কোনো profession এ কম ই পাওয়া যাব'ে হয়তো।
কিন্তু মাত্রই দুই একজনের জন্য সবার উপর কথা ওঠে।সেই দুই একজনের জন্যই কথা বলা আজকে।
কিছুদিন আগেও দেখলাম যে, একজন singer এর ভিডিও করে viral করা হলো। আজ দেখলাম একজন doctor আর anchor এর ভিডিও। সব কথা বাদ দিলাম ভালো মন্দ, ভিডিও হয়তো করতে পারে evidence এর জন্য,
১. কিন্তু social মিডিয়াতে দেয়া, ভাইরাল করা কোন জায়গার কর্মকাণ্ড!!২. মেয়ে মানুষ কম কথা নাকি বেশি কথা বলবে এইটা কোন ব্যাক্তি নির্ধারণ করার দায়িত্ব পেয়েছে? (এই কথাটা মেয়েটা কে বলেছে, আমা'র সাথে তার কথা হয়েছে)৩.যে কোনো কাজের সময়, যেকারো কাজের সময় পৃথিবীর সব চেয়ে জরুরি ফোনটা আসলেও যে অ’পেক্ষা করছে, তাকে Excuse Me বলা টা উচিত!!!৪. সাধারণ জনগন যদি ভাবে কোনো ব্যাক্তি পু'লিশ আসলেই কিনা নাকি ছদ্মবেশী তাহলে পু'লিশের ID দেখতে চাওয়া কি দোষ এর কিছু?(ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া)