এই শহরে আমি থাকতে চাই না, ছিনতাইকারীর কবলে পড়ে লিখলেন নায়লা নাঈম

ছিন'তাইকারীর কবলে পড়ে আ'হত হয়েছেন মডেল নায়লা নাঈম।

রোববার সকালে প্রকাশ্য মগবাজার লেভেল ক্রসিংয়ে নায়লা নাঈমকে আ'ক্রমণ করা বসে ছিন'তাইকারী দল।

এসময়ে তিনি স্কুটিতে ছিলেন, স্কুটি থেকে পড়ে গিয়ে আ'হত হয়েছেন।
পুরো ঘটনার বর্ণনা ফেসবুকে নায়লা নাঈম নিজেই দিয়েছেন। আলোচিত সমালোচিত এ মডেল বলেন, আজ দুপুরবেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাব'ার

পরে ট্রেনের সিগনাল ছেড়ে দেয়ার পর রেলক্রসিং পার হওয়ার সময় দুইজন কালোমতন ছেলে দৌড়ে এসে আমা'র গায়ে জড়ানো সামনের দিকের মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা এমনভাবে টানা-হ্যাঁচড়া শুরু করে।

Interesting For You

ছিন'তাইকারীর কবলে পড়ে আ'হত হয়েছেন মডেল নায়লা নাঈম। রোববার সকালে প্রকাশ্য মগবাজার লেভেল ক্রসিংয়ে নায়লা নাঈমকে আ'ক্রমণ করা বসে ছিন'তাইকারী দল। এসময়ে তিনি স্কুটিতে ছিলেন, স্কুটি থেকে পড়ে গিয়ে আ'হত হয়েছেন।
পুরো ঘটনার বর্ণনা ফেসবুকে নায়লা নাঈম নিজেই দিয়েছেন। আলোচিত সমালোচিত এ মডেল বলেন, আজ দুপুরবেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাব'ার পরে ট্রেনের সিগনাল ছেড়ে দেয়ার পর রেলক্রসিং পার হওয়ার সময় দুইজন কালোমতন ছেলে দৌড়ে এসে আমা'র গায়ে জড়ানো সামনের দিকের মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা এমনভাবে টানা-হ্যাঁচড়া শুরু করে।

স্কুটি ছিলেন নায়লা উল্লেখ করে বলেন, যেহেতু, pickup কমানো ছিল কারন রেল ক্রসিং পার হচ্ছিলাম, সে অবস্থায় ওদের টানাটানির কারনে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধা'রালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না এবং আমি পড়ে যাওয়ার পরেও ছেলেটা ঘুরে এসে আমা'র ব্যাগ ধরে টানাটানি করছিল। পড়ে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে আমাকে তুলে দেয়!

নায়লা নাঈম বলেন, দিনের আলোতে সবার সামনে, এতো মানুষগু'লির সামনে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। বামে দ্রুতগামী পিকআপের নিচে আমি পড়ে যেতে পারতাম যদি পিকআপটা টান দিতো তাহলে! কনুইতে আঁচড় লেগেছে। হয়তো অল্পের উপর দিয়ে বেঁচে গিয়েছি। কিন্তু, এগু'লির সমাধান আসলে কোথায়? এই বি'ষাক্ত শহরে আমি আর থাকতে চাই না!

নায়লা নাঈম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত সমালোচিত। মডেলিংয়ের পাশপাশি আইটেম গানের পাররফর্ম করে আলোচনায় থেকেছেন তিনি।