দাম্পত্য স’ঙ্গমের টিপস দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

২০১৮ সালে পপ তারকা নিক জোনাস-এর সঙ্গে বিয়ে করেন বলিউড অ'ভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে হলি-বলি সমস্ত মহলে এই জুটিকে নিয়ে জোর গু'ঞ্জন শুরু হয়।

এর প্রধান কারণ হল বয়সের ফারাক। প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট নিক। সেই নিয়ে হাসি, ঠাট্টা, কুকথা সবই হয়েছিল।

কিন্তু নিক-প্রিয়াঙ্কা এবং তাদের পরিবার এই নিয়ে বিশেষ মাথা ঘামায়নি।

বরং তারা ব্যস্ত ছিলেন বিয়ের তোড়জোর নিয়ে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেধ ভবনে চার হাত এক হয় তাদের।

Interesting For You

সেই বিয়ে নিয়েও অবশ্য সমালোচনা হয়েছিল। কিন্তু কখনই সেসবে কান দেননি নিক-প্রিয়াঙ্কা। এই কয়দিন মন দিয়েছেন ক্যারিয়ার এবং তাদের সংসারে। তাই তো বর্তমানে নেটিজেনরা মশগু'ল তাদের রোম্যান্টিক জীবন নিয়ে।

সম্প্রতি ভোগ অ'স্ট্রেলিয়া-কে দেয়া সাক্ষাৎকারে অ'ভিনেত্রী জানালেন সুখী দাম্পত্য জীবনে রহস্য। খোলসা করে জানালেন যে কীভাবে তাদের সম্পর্ক প্রথম দিনের মতই উষ্ণ আছে!

প্রিয়াঙ্কার কথায়, আমি মাত্র দু’বছর বিয়ে করেছি, কিন্তু অটুট বন্ধনে আমর'া বাঁধা পড়ে গিয়েছি। কীভাবে, এই নিয়ে যদিও আমি অল্প কিছু কথাই বলতে পারি। প্রথমত আমা'র মনে হয় সম্পর্ক ভালো রাখতে গেলে একে অ’পরকে সময় দেয়া গু'রুত্বপূর্ণ। মুখোমুখি বসা, কথাবার্তা বলা, একে অ’পরকে বোঝা অত্যন্ত জরুরি একটা বি'ষয়। দুজনে মিলে ভালো মুহূর্ত কা'টানো উচিত।

পাশাপাশি প্রিয়াঙ্কাকে চর্চিত বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেই সময়ে নিঃসন্দে'হে এটা চর্চিত বিয়ে ছিল। তবে এর পিছনে আমা'দের সময় লেগেছিল মাত্র দু’মাস। কারও হাতেই সেভাবে সময় ছিল না। তবে এই কম সময়ের মধ্যে বিয়েটা যখন সম্পন্ন হয়েছিল, তখন এই নিয়ে বেশ চর্চাও হয়েছিল।

প্রসঙ্গত, টুইটার থেকে প্রথম আলাপ হয় নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার। সেখান থেকেই একে অ’পরের নম্বর আ'দানপ্রদান করেন তারা। এরপর ২০১৭ সালে একটি অ'স্কার পার্টিতে প্রথম সাক্ষাৎ। পরে লস এঞ্জেলস-এ একে অ’পরকে ডেট করেন। দু’জনে মিলে প্রথম সিনেমা দেখেন ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। দীর্ঘ এক বছর ডেটিংয়ের পর ২০১৮ সালে বিয়ে করার সি'দ্ধান্ত নেন তারা।