শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমার, বিস্ফোরক শ্রীলেখা

প্রত্যেকটা মানুষ আলাদা। আলাদা তার শরীর, ইচ্ছা-অনিচ্ছা, সৌন্দর্যবোধ।

ব্যক্তিগত সেই বোধকে মর'্যাদা দিতে হয়। একথা সকলে বোঝেন না। তাইতো ‘মোটা’ বলে দিব্যি বডি শেমিং করে ফেলেন তারা।

এমনই মত অ'ভিনেত্রী শ্রীলেখা মিত্রের। কেননা নিজের শরীর নিয়ে কথা শুনতে হয়েছে তাকে।

ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় তো বটেই, বিধানসভা নির্বাচনের সময়ও তাকে ‘থলথলে বউদি’ বলে কটাক্ষ

করেছিলেন রিমঝিম মিত্র। সেই সমস্ত কটাক্ষের জবাব বুধবার নিজের ফেসবুক পোস্টে দিলেন অ'ভিনেত্রী।

Interesting For You

অ'ভিনেত্রী জানান, পুরনো একটি জামা তার গায়ে ফিট 'হত না।

এদিন সকালে হঠাৎ তা পরে দেখতে ইচ্ছা হয়। দেখেন তা দিব্য এখন পরা যাচ্ছে।

এতেই শ্রীলেখার পুরনো দিনের কথা গু'লি মনে পড়ে যায়। নিজের ছবির পাশাপাশি রিমঝিম মিত্রর পুরনো মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন অ'ভিনেত্রী।

বুধবার রিমঝিমের পুরনো পোস্ট শেয়ার করে অ'ভিনেত্রী লেখেন, এই পোশাকের ট্যাগটা এখনো রয়ে গিয়েছে। বাইরে কখনো পরিনি। দিনের পর দিন ইন্ডাস্ট্রির এবং সাধারণ মানুষরা বডি শেমিং করেছে তথাকথিত ‘মোটা’ হওয়ার জন্য। দিদি এত জিম করেন কমেনি একটুও। আমা'র থেকে বেশি যেন বাকিদের বারোমাসের সমস্যা এটা। আমি তো স্বঘোষিত ফুডি এবং জিন বা খাবার হজম করার শক্তি যাই বলুন না কেন আমি জানি আমি গোলগাল। যাক গে আমি নিয়মিত শরীরচর্চা করি আর জোর গলায় বলতে পারি ৪০ বছরের মাঝামাঝি এসে ২০ বছর বয়সের থেকেও বেশি ফিট আছি। তখন কাজ হারাবার ভয়ে হাঁটুর ব্যথা পর্যন্ত লুকিয়ে কাজ করতাম। এখন তা আর নেই। সবশেষে এখন একটাই কথা বলতে চাই আমা'র এই পোশাকটি ফিট হয়েছে আর এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমা'র। বি'ষয়টা ফিট থাকার ফ্যা'ট নয়।

নিজের এই পোস্ট সম্পর্কে শ্রীলেখা জানান, কোনো নির্দি'ষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাটি তিনি লেখেননি। যারা কোনো মানুষকে তার শরীর নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন তাদের জবাব দিয়েই পোস্টটি দিয়েছেন তিনি।